Read in English
This Article is From Jun 15, 2018

মাঝরাতে শহরের গেস্ট হাউজে মধুচক্র ! গ্রেফতার 6

সিআইডি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গেস্ট হাউজে হানা দিয়ে ছয় জন পাচার করা মহিলাকে উদ্ধার করে তারা। এর মধ্যে দুই জন ছিল নাবালিকা শিশু। 

Advertisement
অল ইন্ডিয়া

দুইজন পাচারকারী তন্ময় সাহা আর কৃষ্ণা দেবনাথকে গ্রেফতার করা হয়েছে

কলকাতা : শুক্রবার সিআইডি দল শহরের বুকে এক গেস্ট হাউজ থেকে মধুচক্র চাওলানোর অপরাধে ছয় জনকে গ্রেফতার করলো।  এর মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ পাচারকারীও সামিল ছিল।
সিআইডি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গেস্ট হাউজে হানা দিয়ে ছয় জন পাচার করা মহিলাকে উদ্ধার করে তারা। এর মধ্যে দুই জন ছিল নাবালিকা শিশু। 

সিআইডি ডিরেক্টর জেনারেল নিশান্ত পারভেজ জানিয়েছেন, সল্টলেকের গ্রিন শেল্টার গেস্ট হাউজে তারা খবর পায় সেখানে বেআইনিভাবে শরীর ব্যবসা চলছে। এবং সেখানে পৌঁছে দুই জন নাবালিকা শিশুসহ সহ ছয় জন পাচারকারী মহিলাকে উদ্ধার করা হয়।   

সেই গেস্ট হাউজের ম্যানেজার সন্দীপ মিশ্র যে এই গোটা চক্রের দালাল, সে ছাড়াও বাবু সোনা মাঝি, রাজু দাস, তুহিন মুখার্জি নামক আরো তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। 
এছাড়া দুইজন পাচারকারী তন্ময় সাহা আর কৃষ্ণা দেবনাথকে গ্রেফতার করা হয়েছে।  

Advertisement
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement