পেশায় ই-রিকশা চালক সঞ্জয় আলভী নিজের ঠাকুমার সঙ্গে থাকে
আগ্রা:
আগ্রায় 31 বছরের যুবক ইচ্ছাকৃতভাবে নিজের 6 বছরের ছেলেকে খালে ফেলে দিলো। শিশুটি একভাবে তার বাবার কাছে ‘মোমো’র জন্য বায়না করছিল, যার ফলে তার মদ্যপ বাবা রেগে যায়। স্থানীয় ডুবুরিরা আজ শিশুটির দেহ খুঁজে পায়।
শনিবার রাতে পুলিশের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে জানায় খাদার পুলিয়াতে এক ব্যক্তি নিজের ছেলেকে ছুঁড়ে খালে ফেলে দিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, মদনপুর খাদারের ভাঙ্গর মহল্লার বাসিন্দা সঞ্জয় আলভী রাগের বশে নিজের ছেলে অয়নকে খালে ছুঁড়ে ফেলে দিয়েছে। পথচারীরা সেই মুহূর্তে ঘটনাটি দেখে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। পরে তারা পুলিশে খবর দেয়।
পুলিশ স্থানীয় ডুবুরি, দমকল এবং উদ্ধারকারী দলকে খবর দেয় শিশুটিকে বাঁচানোর জন্য, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় কিছু করা সম্ভব হয়নি। আজ দুপুরে শিশুতির দেহ উদ্ধার করা হয়।
পেশায় ই-রিকশা চালক আলভী নিজের ঠাকুমার সঙ্গে থাকে। 2004 সালে সে আসমা নামক এক মহিলাকে বিয়ে করে এবং তাদের 3 টে সন্তান হয়। তবে 2013 সাল থেকে সোনিপাটে আসমা নিজের বাবা মায়ের সঙ্গে থাকে।
অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।