This Article is From Apr 16, 2020

চোখের সামনে খুন ৬০ বছরের প্রৌঢ়া! মোবাইলে ভিডিও তুললেও এগিয়ে এল না কেউ

প্রতিবেশীদের মোবাইল ক্যামেরা চলছিল। ভিডিওতে পুরো ঘটনার রেকর্ডিং করলেও সাহায্যের জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি ওই ঘন বসতির কাউকেই।

চোখের সামনে খুন ৬০ বছরের প্রৌঢ়া! মোবাইলে ভিডিও তুললেও এগিয়ে এল না কেউ

রাস্তার উপরে দাঁড়িয়েই গুলি চালিয়েছিল আততায়ী।

হাইলাইটস

  • রাস্তার উপরে খুন হতে হল ৬০ বছরের এক মহিলাকে
  • ঘটনার ভিডিও তুললেও সাহায্যের জন্য কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি
  • এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে
লখনউ:

৬০ বছরের প্রৌঢ়াকে একেবারে সামনে থেকে গুলি করে হত্যা (Murder) করল আততায়ী। একবার নয়, পরপর দু'বার গুলি চালাল সে। প্রতিবেশীরা সেই হত্যাকাণ্ডের ভিডিও (Murder Video) তুললেন নিজেদের বাড়ি থেকে। কিন্তু অসহায় প্রৌঢ়াকে বাঁচাতে এগিয়ে এলেন না কেউ! এমনই মর্মান্তিক ও অমানবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক শহরে। এক মিনিটের ওই ভিডিওতে দেখা গিয়েছে সাহায্যের জন্য ওই মহিলা চিৎকার করলেও কেউই এগিয়ে আসেনি। দ্বিতীয় গুলিটি লাগার আগে পর্যন্ত চিৎকার করে যান ওই মহিলা। মোবাইল ফোনে তোলা ভিডিওটি তোলা হয়েছে পার্শ্ববর্তী কোনও বাড়ির বারান্দা থেকে। কাসগঞ্জ নামের ওই জায়গাটি বেশ ঘন বসতিপূর্ণ। সেখানে এক দেশি পিস্তল নিয়ে ওই মহিলার উপরে চড়াও হয় আততায়ী। রাস্তার উপরেই সে হুমকি দিতে থাকে তাঁকে। মহিলা দৌড়ে বাড়ি ঢুকতে চেষ্টাও করেন।

পিৎজা ডেলিভারি বয় করোনা পজিটিভ, কোয়ারান্টাইন করা হল ৭২ পরিবারকে

কিন্তু তার আগেই ট্রিগার টিপে দেয় আততায়ী। মাটিতে পড়ে ছটফট করতে থাকেন মহিলা। প্রতিবেশীদের মোবাইল ক্যামেরা চলতে থাকে। এরপর দ্বিতীয় গুলি চালায় আততায়ী। নিথর হয়ে যায় মহিলার শরীর। ভিডিওতে পুরো ঘটনার রেকর্ডিং করলেও সাহায্যের জন্য একজনকেও এগিয়ে আসতে দেখা যায়নি।

অভিযুক্ত মনুকে গ্রেফতার করা হয়েছে। কেন সে এই হত্যাকাণ্ড ঘটাল তা এখনও জানা যায়নি।

"১,০০০ বছরে প্রথমবার": করোনা ভাইরাস নিয়ে চিনের সূত্রকে তুলে ধরল আইসিএমআর

পুলিশ জানিয়েছে, কেবল মনুই নয় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওয় ওই ব্যক্তিকে মনুকে আশ্রয় দিতে দেখা গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার যে প্রতিবেশীরা ভিডিওটি তুলেছিলেন তাঁধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

.