This Article is From Dec 22, 2019

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, গাজিয়াবাদে গ্রেফতার ৬৫ জন

সাড়ে তিনশো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের ‘‘সমাজবিরোধী’’ বলে উল্লেখ করেছেন সিনিয়র পুলিশ সুধীরকুমার সিংহ।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ, গাজিয়াবাদে গ্রেফতার ৬৫ জন

এক প্রাক্তন বিধায়ক সহ সাড়ে তিনশো জনের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

গাজিয়াবাদ:

নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Act) প্রতিবাদ বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গাজিয়াবাদে (Ghaziabad) ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এক প্রাক্তন বিধায়ক সহ সাড়ে তিনশো জনের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। হিংসা ছড়ানো ও পুলিশকে পাথর ছোঁড়ার অভিযোগে প্রতিবাদীদের গ্রেফতার করতে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।

৬৫ জনকে গ্রেফতার করার পাশাপাশি সাড়ে তিনশো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের ‘‘সমাজবিরোধী'' বলে উল্লেখ করেছেন সিনিয়র পুলিশ সুধীরকুমার সিংহ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি একথা জানান।

তিনি আরও বলেন, এফআইআর দায়ের করা হয়েছে প্রাক্তন বিধায়ক জাকির আলির বিরুদ্ধে। তিনি দাবি করেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করা হবে। 

.