পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কলকাতা: সাউথ সিটির স্মৃতি ফিরে এলো পোস্তায়। বহুতলের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের একাধিক সদস্য। তাতে মৃত্যু হল একজনের। গুরুতর আহত আরও দু'জন। তাঁদের চিকিৎসা চলছে। অনেকেরই মনে পড়ে যাচ্ছে বছর ছয়েক আগের সেই ঘটনাটার কথা। সাউথ সিটি আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মা ও দুই মেয়ে। এবার প্রায় সেই একই ঘটনা ঘটল পোস্তায়। তবে ওই ঘটনায় প্রাণ যায় তিনজনেরই। এবার অবশ্য গুরুতর আহত হলেও বেঁচে যায় দুটি প্রাণ। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় পোস্তা এলাকার বড়তলা স্ট্রিটের একটি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন সুহানি তাপারিয়া । সঙ্গে ছিলেন তাঁর মেয়ে এবং তিন বছরের নাতনি। মাটিতে পড়ে তিন জনেরই মাথায় আঘাত লাগে। প্রথমে তাঁদের বিশুদ্ধানন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসকরা সুহানিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের আঘাতও চিন্তায় রেখেছে চিকিৎসকদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে। পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রায় ছ' বছর আগে সাউথ সিটি আবাসনের ছাত থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তিন জনের। পুলিশের অনুমান পারিবারিক কারণে আত্মহত্যা করেছিলেন তিনজন। এবার পোস্তায় ফিরল সেই ঘটনার স্মৃতি। পুলিশ জানিয়েছে কয়েকটি নির্দিষ্ট সূত্র ধরে তদন্ত চলছে।