কলকাতা: প্রায় ৬৬ কিলোগ্রাম বিদেশি সোনা বাজেয়াপ্ত করা হল দুটি ভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে। গ্রেফতার করা হল চারজনকে। এই সোনার মোট মূল্য ২১ কোটি টাকার বেশি। গোপন সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টালিজেন্স(ডিআরআই)-এর গাড়ি লখনউ থেকে ৩৩ কিলোগ্রাম সোনার বাঁট বাজেয়াপ্ত করে। প্রতিটি বাঁট এক কিলোগ্রাম করে। মোট মূল্য ১০.৫৬ কোটি টাকা। "ওই গাড়ির চালকের আসনের সামনে বিশেষভাবে তৈরি করা একটি পাত্রে রাখা ছিল সোনার বাঁটগুলো। দুজনকে গ্রেফতার করা হয়েছে", জানান এক ডিআরআই-কর্তা। তিনি আরও জানান, আমাদের কাছে খবর ছিল ভূটান থেকে আসা বহু সোনা এই রাজ্যের মধ্যে দিয়ে এনে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
বুলন্দশহরের ঘটনার জের, সরলেন জেলা পুলিশের কর্তা
ঠিক এমনই আরেকটি ঘটনা শুক্রবার ঘটে কলকাতার কাছে। গ্রেফতার হয় দুজন। ৩৩ কেজি বিদেশি সোনার বাঁট তাদের সঙ্গে ছিল মোট ৩৩'টি। বাজারে যার মোট মূল্য ১০.৪৬ কোটি টাকা।
দূষণে দক্ষিণকে ছাপাল উত্তর কলকাতা, আবহাওয়াকে দুষল পর্ষদ
বাংলাদেশ, ভূটান, মায়ানমার, চিন, নেপাল থেকে এই সোনাগুলি চোরাচালান হয়ে আসছে বলে মনে করা হচ্ছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)