This Article is From Dec 18, 2018

সরকারি চাকরি পেতে অত্যাধুনিক কায়দায় নকল! গ্রেফতার সাত

কলকাতা হোক বা জেলা  মাধ্যমিক হোক বা  চাকরির  পরীক্ষা- ‘নকল' রোগ  কিছুতেই পিছু ছাড়ছে  না। বহু ক্ষেত্রে কড়া  শাস্তির ব্যবস্থা  করেও লাভের লাভ  হচ্ছে না

সরকারি চাকরি পেতে অত্যাধুনিক কায়দায় নকল! গ্রেফতার সাত

পুলিশের অনুমান কলেজের  নজরদারিতে  ফাঁক থাকাতেই এমনটা হয়েছে

হাইলাইটস

  • অত্যাধুনিক কায়দায় নকল করতে গিয়ে পুলিশের খপ্পড়ে সাত
  • পরীক্ষা চলার সময় তাদের আচরণে সন্দেহ হয় কলেজের শিক্ষকদের
  • পুলিশের অনুমান কলেজের নজরদারিতে ফাঁক থাকাতেই এমনটা হয়েছে
কলকাতা:

 অত্যাধুনিক কায়দায় নকল করতে গিয়ে পুলিশের খপ্পড়ে পড়ল সাত ছাত্র। সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে  মোবাইল ফোন  থেকে ব্লুটুথ হেডসেট ব্যবহার করেছিল ওই ছাত্ররা। কলকাতার একটি কলেজে পরীক্ষা চলার সময় তাদের আচরণে সন্দেহ হয়  কলেজের শিক্ষকদের। কিছুটা  জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আধুনিক সরঞ্জাম। পুলিশ জানায় হেরেম্বচন্দ্র ল কলেজে  জুডিশিয়াল ক্লার্কশিপের পরীক্ষা চলার সময় এই  বিষয়টি প্রকাশ্যে  আসে।  কিন্তু প্রশ্ন হল সরকারি পরীক্ষাকেন্দ্রে এ ধরনের জিনিসপত্র নিয়ে ছাত্ররা ঢুকল কী করে? পুলিশের অনুমান কলেজের  নজরদারিতে  ফাঁক থাকাতেই এমনটা হয়েছে। সে ব্যাপারে  তদন্ত শুরু হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল সংযোগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় আধার

কলকাতা হোক বা জেলা  মাধ্যমিক হোক বা  চাকরির  পরীক্ষা- ‘নকল' রোগ  কিছুতেই পিছু ছাড়ছে  না। বহু ক্ষেত্রে কড়া  শাস্তির ব্যবস্থা  করেও লাভের লাভ  হচ্ছে না। নজরদারিও বেড়েছে। কিন্তু তাতেও রোগ  সারছে না। অন্যদিকে  সময় যত এগোচ্ছে ততই প্রযুক্তির ব্যবহার হচ্ছে।

তৃণমূলের অবিচারের প্রতিশোধ নেব, দলীয় সভা থেকে ‘হুমকি' দিলেন দিলীপ ঘোষ

কীভাবে এই রোগ থেকে  মুক্তি  সম্ভব তা  খোঁজার চেষ্টা করছে  রাজ্য প্রশাসন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো  পরীক্ষায় নকল রুখতে একাধিক ব্যবস্থা হয়েছে। কিছু ক্ষেত্রে সাফল্য এলেও সমস্যা মেটেনি পুরোপুরি।                                                                                                                                                   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.