This Article is From Feb 23, 2019

পুরুলিয়ায় অগ্নিকান্ডে মৃত্যু হল সাত জনের

আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে ল্যাম্ফো বা কেরোসিনের স্টোভ থেকেই এই ঘটনা ঘটেছে

Advertisement
Kolkata
পুরুলিয়া/ পশ্চিমবঙ্গ :

আবার আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারালো সাত জন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। একটি অস্থায়ী বাসগৃহে আগুন লাগে বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্ৰে জানা গেছে গৃহটির ছাদটি প্লাস্টিক ও তালপাতা দিয়ে তৈরী করা ছিল, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যতদূর জানা গেছে, তাতে করে পুলিশ অনুমান করেছে যে, আগুন লাগার ঘটনাটি যখন ঘটেছিল তখন পরিবারের লোকেরা গভীর ঘুমে আছন্ন ছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে ল্যাম্ফো বা কেরোসিনের স্টোভ থেকেই এই ঘটনা ঘটেছে। মৃতদেহ গুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে। 

গত কয়েক মাস ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে, বিশেষ করে ভারতের বিভিন্ন এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে বাংলাদেশের চকবাজারে আগুন লেগে সত্তর জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।একটি আবাসনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন লাগার ঘটনাটি খুব দ্রুত ঘটে।  যার ফলে আসে পাশের চারটি বাড়িতেও আগুন লেগে যায় ও প্রায় সত্তর জন প্রাণ হারায়।দমকল বাহিনীর প্রবল চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। এই আবাসনের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করেছিল। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইট করে গভীর শোক প্রকাশ করেছিলেন।

ঢাকার আবাসনে আগুন লেগে কমকরে ৬৯ জনের মৃত্যু, টুইটে শোকপ্রকাশ মমতার



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement