সাতটি হাতি আচমকা 11-কেভি লাইনের সংস্পর্শে চলে আসে.
ঢেঙ্কানল: ওড়িশার জঙ্গলে এক মর্মান্তিক ঘটনায় প্রাণ হারাল সাতটি হাতি। শুক্রবার ওড়িশার ঢেঙ্কানলে ঝুলে পড়া তারের সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই সাতটি অসহায় জীব। ওড়িশাতে একটি ঘটনায় এতগুলো হাতির একসঙ্গে মৃত্যু এই প্রথমবার ঘটল। ফরেস্ট অফিসার জিতেন্দ্রনাথ দাস জানান, তেরোটি হাতির একটি দল সদর ফরেস্ট রেঞ্জের একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। সেই সময়ই সাতটি হাতি আচমকা 11-কেভি লাইনের সংস্পর্শে চলে আসে। ঘটনাটি ঘটে রাত্রিবেলা। ভোরবেলা গ্রামবাসীরা এই দৃশ্য দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই খবর দেয় বনদপ্তরে। তিনটি হাতির মৃতদেহ পড়েছিল রাস্তার ওপর। বাকি চারটি হাতির দেহ পড়েছিল পাশের খালে। ধানখেতের মধ্যে দিয়ে পার হওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
খবর পেয়েই ছুটে আসেন বনদফতরের কর্তারা। নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন হাতিগুলির মৃতদেহকে।