This Article is From Jan 26, 2020

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, উপস্থিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়কে। 

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, উপস্থিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়কে।

হাইলাইটস

  • প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে সেনাবাহিনীর কুচকাওয়াজ
  • শহরের বহু স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় বর্ণাঢ্য অনুষ্ঠানে
  • অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান রাজ্যপালকে

রবিবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস (71st Republic Day)। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে সকলের কাছে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া ও এর নীতিগুলিকে সমর্থন করার আবেদন জানালেন। তিনি টুইটে লেখেন, ‘‘প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই আমাদের সংবিধানকে রক্ষা করতে এবং এর সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের নীতিগুলির প্রতি সমর্থন জানাতে।'' এদিন কলকাতার রেড রোডে সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক কুচকাওয়াজে পতাকা উত্তোলন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিএসএফ, সিআইএসএফ, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ সেই কুচকাওয়াজে অংশ নেয়।

‘‘সংঘাত নয়, সমন্বয়...'': রাজ্য সরকারের প্রতি আর্জি রাজ্যপালের

শহরের বহু স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয় বর্ণাঢ্য অনুষ্ঠানে। এছাড়া জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে একটি ট্যাবলোও দেখা যায়। পাশাপাশি পাহাড়, সুন্দরবন ও জঙ্গলমহলের তরফে বিভিন্ন দল নৃত্যকলা প্রদর্শন করে।

সিএএ-র প্রতিবাদে রবিবার ১১ কিমি মানবশৃঙ্খল জুড়বে শ্যামবাজার ও গোলপার্ককে

অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান রাজ্যপাল জগদীপ ধনখড়কে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.