This Article is From Jan 25, 2020

গায়ে আগুন CAA প্রতিবাদী বাম নেতার, চক্রান্ত?

গায়ে আগুন দিলেন ৭২ বছরের প্রবীণ Communist Party of India (Marxist)-র নেতা। প্রশাসন সূত্রে খবর, ইন্দোরে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

গায়ে আগুন CAA প্রতিবাদী বাম নেতার, চক্রান্ত?

গায়ে আগুন প্রবীণ বাম নেতার

হাইলাইটস

  • গায়ে আগুন প্রবীণ বাম নেতার
  • ইন্দোরে ঘটেছে এই দুর্ঘটনা
  • নাগরিক বিলের প্রতিবাদ জানান তিনি
ইন্দোর:

গায়ে আগুন দিলেন ৭২ বছরের প্রবীণ Communist Party of India (Marxist)-র নেতা। প্রশাসন সূত্রে খবর, ইন্দোরে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। কেন এরকম করলেন? জানা যায়নি এখনও। তবে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রশাসন আরও জানিয়েছে, Rameshchandra Prajapat নামের ওই প্রবীণ নেতা গীতা ভবন স্কোয়্যারে নিজের গায়ে আগুন দেন।

কেন তাঁর ত্বক চকচকে, ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টুকোগঞ্জ থানার ইনচার্জ নির্মল কুমার শ্রীবাস জানিয়েছেন, তাকে দ্রুত সরকারী এমওয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার চিকিৎসা চলছে। মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তিনি এখন পুলিশকে বিবৃতি দেওয়ার মতো অবস্থায় নেই। জাতীয় বাম দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজাপত সম্প্রতি শহরে বিভিন্ন নাগরিকত্ব বিরোধী (সংশোধনী) আইনের প্রতিবাদে অংশ নিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর ব্যাগ থেকে মিলেছে কয়েকটি সিএএ বিরোধী লিফলেট।

.