This Article is From Jul 11, 2018

কাজ না করলে বেতন বাড়বে না, কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সাফ জানাল পে কমিশন

ভাল কাজ না করলে  কেন্দ্রীয় সরকারের কর্মীদের  বেতন বাড়বে না।  হবে না কাঙ্খিত পদোন্নতি। নতুন থেকে শুরু করে পুরনো কমচারী সকলের জন্যই বলবৎ হবে এক নিয়ম।          

কাজ না করলে বেতন বাড়বে না, কেন্দ্রীয় সরকারি কর্মীদের, সাফ জানাল পে কমিশন

কাজ না করলে বেতন বাড়বে না কেন্দ্রীয় সরকারের কর্মীদের।

কলকাতা:

এমএসিপি। এই চারটি অক্ষর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের চিন্তার মুল কারণ।  বিশেষ  করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মীদের। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী এই পদ্ধতি চালু হয়েছে। এক কথায় বললে  এতে বলা হয়েছে ভাল কাজ না করলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের  বেতন বাড়বে না।  হবে না কাঙ্খিত পদোন্নতি। নতুন থেকে শুরু করে পুরনো কমচারী সকলের জন্যই বলবৎ হবে এক নিয়ম।      
      
 এই এমএসিপি জিনিসটা কী ? পুরো কথাটা হচ্ছে  মডিফায়েড অ্যাসিয়োর্ড কেরিয়ার প্রগ্রেশন। খুব সহজ করে বললের ব্যাপারটা হচ্ছে মার্কশিটের মতো।  প্রতি বছর পরীক্ষায় পড়ুয়ারা যেমন  গুড বা ভেরি গুডের মতো মন্তব্য  পেয়ে থাকে, সেই একই  জিনিস হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গেও । মানে বছরের শেষে কাজের মূল্যায়ণ ভাল না হলে তাঁদের  বেতন বৃদ্ধি হবে না।  একই ভাবে হাতছাড়া হবে পদোন্নতিও।  শোনা যাচ্ছে সপ্তম পে কমিশনের এই সুপারিশ কার্যকর করার ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে  কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।  একই সঙ্গে ক্যাগের  তরফেও এ ব্যাপারে  নির্দেশিকা জারি হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।  কিন্ত সে সম্পর্কে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।  
এই  পে কমিশনের সুপারিশে বলা হয়েছে সরকরি কর্মীদের অনেকেই মনে করেন বেতন বাড়া বা পদোন্নতি হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। কাজের সঙ্গে তার বিশেষ কোনও সম্পর্ক নেই।   কিন্ত কমিশন মনে করে ব্যপারটা মোটেই তা নয়।  কাজের ওপর ভিত্তি করেই উন্নতি হওয়া উচিত কর্মীদের।  তা না হলে ভাল কর্মসংষ্কৃতি তৈরি হতে পারে না।   
          
নিজের সুপারিশে কমিশন আরও  বলেছে অনেক দিন ধরে কাজ করে আসা কর্মীদের ক্ষেত্রেও একই বিষয় কার্যকর হওয়া উচিত।  বলা হয়েছে যদি দেখা যায় কোনও প্রবীন কর্মী নিজের কর্মী জীবনের প্রথম বছর গুলোয় ঠিক ভাবে কাজ করেননি তাহলে  এই নিয়মের বলে  তাঁর বেতন বৃদ্ধি বা পদোন্নতি সেখানেই স্তব্ধ করে দেওয়া উচিত। 

রিপোর্টে বলা হয়েছে , এ সমস্ত সুপারিশ বলবৎ করে কমিশন চায় ভাল কাজের পরিবেশ তৈরি করতে সমস্যায় পড়তে হতে পারে।  । সরকারি কর্মীদের কাজ করার ব্যাপারে যে অনীহা আছে বলে অভিযোগ ওঠে তাতেই বদল আনতে মরিয়া পে কমিশন।   



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.