শ্রীরামপুর: শনিবার এক অতি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কোনওমতে বেঁচে গেল হাওড়া মেইন লাইনের শেওড়াফুলি লোকাল। শ্রীরামপুর স্টেশনে ঢোকার আগে রেললাইন মেরামত করার লোকো ইঞ্জিনে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারে ওই ইএমইউ ট্রেনটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জন আহত হয়েছে। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ভর্তি করা হয়েছে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে। লোকো ইঞ্জিনটি ভেঙে সম্পূর্ণ তছনছ হয়ে যায়। ওই লোকো ইঞ্জিনে যে ৪ জন রেলকর্মী ছিলেন, তাঁরা প্রত্যেকেই গুরুতর জখম হন। পূর্ব রেলের মুখপাত্র জানান, ঘটনা ঘটে শনিবার বিকেল চারটে পঁচিশ মিনিট নাগাদ। ৩৭০৫৭ হাওড়া-শেওড়াফুলি লোকালটি শ্রীরামপুরে স্টেশনে ঢোকার সময় এই ঘটনা ঘটায় আরও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। কারণ, স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গতি কম থাকে। দুই স্টেশনের মাঝামাঝি ঘটলে কী হত, তা ভাবতেই শিউড়ে উঠছেন তাঁরা।
এই দুর্ঘটনার পরে লোকো ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ব্যাহত হয় হাওড়া-ব্যান্ডেল মেইন লাইনের ট্রেন চলাচল।
কেন এই দুর্ঘটনা, কারই বা গাফিলতি রয়েছে এতে, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)