This Article is From Apr 15, 2020

জম্মু ও কাশ্মীরের ৮ বছরের খুদে করোনা মোকাবিলায় দান করল নিজের পিগি ব্যাঙ্ক

টুইটটিতে হাজার হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে অসংখ্য কমেন্ট। ছোট্ট ছেলে ও তার দয়ার্দ্র মনের পরিচয় পেয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

জম্মু ও কাশ্মীরের ৮ বছরের খুদে করোনা মোকাবিলায় দান করল নিজের পিগি ব্যাঙ্ক

নিজের পিগি ব্যাঙ্কের সঞ্চয় করোনা মোকাবিলায় দান করল আট বছরের এই ছেলেটি।

নিজের পিগি ব্যাঙ্কে জমানো অর্থ করোনা ভাইরাসের (Coronavirus) মোকাবিলায় দান করল আট বছরের ছোট্ট বালক। ঘটনা জম্মু ও কাশ্মীরের (J&K)। রাজ্যের নৌপাড়ার ছোট্ট ছেলে মালিক উবেদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বান্দিপোরায় জেলা কমিশনারের অফিসে গিয়ে সে তার সবুজ রঙের পিগি ব্যাঙ্ক তুলে দেয় কর্তৃপক্ষের হাতে। জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে চতুর্থ শ্রেণির পড়ুয়া ছেলেটি যখন কমিশনারের ঘরে যায়, তখন সকলেই চমকে যান।

সেখানে গিয়ে নিজের পিগি ব্যাঙ্ক জমা দিয়ে আসে সে। তার ছবিও পোস্ট করা হয় দফতরের তরফে। ছবিতে দেখা যাচ্ছে আট বছরের মা‌লিক উবিদ তার পিগি ব্যাঙ্ক তুলে দিচ্ছে কর্তৃপক্ষের হাতে।

ছবিটি শেয়ার করার পাশাপাশি পোস্টে লেখা হয়, ‘‘এই ৮ বছরের ছেলেটি, নৌপাড়ার মালিক উবিদ, চতুর্থ শ্রেণির ছাত্র, সে ডিসি বান্দিপোরা অফিসে গিয়েছিল তার পিগি ব্যাঙ্কে। সে সেখানে গিয়ে তার পিগি ব্যাঙ্কটি ডেপুটি কমিশনারের হাতে তুলে দেয় এবং সমস্ত অর্থ কোভিড-১৯-এর মোকাবিলায় দান করে।''

টুইটটিতে হাজার হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে অসংখ্য কমেন্ট। ছোট্ট ছেলে ও তার দয়ার্দ্র মনের পরিচয় পেয়ে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

এমাসের গোড়ায় মিজোরামের সাত বছরের এক খুদেও তার সমস্ত সঞ্চয় তুলে দেয় কোভিড-১৯ মোকাবিলায়। পাশাপাশি লকডাউনে আটকে পড়া দরিদ্রদের মুকেও খাবার তুলে দিয়েছে সে।

Click for more trending news


.