This Article is From Oct 24, 2018

827'টি পর্ন সাইট বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র

উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশ মেনেই এই নির্দেশ কেন্দ্র দিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।

827'টি পর্ন সাইট বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র

উত্তরাখণ্ড হাইকোর্ট প্রথমে পর্নোগ্রাফির 857’টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

নিউ দিল্লি:

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মোট 827'টি পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র সরকার। উত্তরাখণ্ড হাইকোর্টের আদেশ মেনেই এই নির্দেশ কেন্দ্র দিয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। যদিও উত্তরাখণ্ড হাইকোর্ট প্রথমে পর্নোগ্রাফির 857'টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তারপর তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে ছানবিন করার পর মোট 827'টি পর্নোগ্রাফির ওয়েবসাইটকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, ত্রিশটি ওয়েবসাইটের মধ্যে তেমনভাবে পর্নোগ্রাফিক কনটেন্ট খুঁজে পায়নি তথ্যপ্রযুক্তি মন্ত্রক। টেলিকম মন্ত্রককে এই ওয়েবসাইটগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। “…সমস্ত বৈধ লাইসেন্সধারী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মোট 827'টি পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হচ্ছে, মহামান্য আদালতের নির্দেশানুসারে”, তাদের জারি করা বিজ্ঞপ্তিটিতে এই কথা জানায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।

27 সেপ্টেম্বর 2018'তে এই নির্দেশ জারি করে উত্তরাখণ্ড হাইকোর্ট। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হাতে এসে যে নির্দেশ পৌঁছায় গত 8 অক্টোবর।

.