দক্ষিণ কন্নড়ের মুদাবিদ্রির যুবক শ্রীনিবাস গৌঢ়।
হাইলাইটস
- ৯.৫৫ সেকেন্ডসে ১০০ মিটার দৌড়ে পেরোলেন কর্নাটকের এক যুবক
- নেতিজেনরা তাঁর গতিতে মোহিত হয়ে তাঁকে উজেইন বোল্ট আখ্যা দিয়েছে
- দক্ষিণ কন্নড়ের মহিষ দৌড়ে এই কীর্তি গড়েছেন শ্রীনিবাস গৌঢ়
নয়া দিল্লি: ১০০ মিটার দৌড়তে সময় লেগেছে ৯.৫৫ সেকেন্ড! কর্নাটকের 'উজেইন বোল্ট'-এর (Usain Bolt of Karnataka) এই গতি দেখে ক্লিন বোল্ড নেটিজেনরা।সোশ্যাল মিডিয়াতে এখন তীব্র বিতর্ক কে বেশি দ্রুত? ক্যারিবিয়ান স্প্রিন্টার উজেইন বোল্ট না দক্ষিণ কন্নড়ের শ্রীনিবাস গৌঢ়া? এক নেটিজেনের আবার দাবি, "১০০ মিটার দৌড়ের নিরিখে বোল্টের চেয়ে মাত্র ৩ সেকেন্ড আগে শ্রীনিবাস!" এক নেটিজেন শ্রীনিবাস গৌঢ়ার ওই ভিডিও টুইটারে পোস্ট করেছেন। তিনি হ্যাশট্যাগ কর্নাটক উজেইন বোল্ট ব্যানারে লিখেছেন; ইনি হচ্ছেন শ্রীনিবাস গৌঢ়া। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদালবিদ্রির যুবক। কাম্বালা উৎসবে (buffalo rac) অংশ নিয়ে কর্দমাক্ত পাট ক্ষেতে এই যুবক ১৩.৬২ সেকেন্ড-এ ১৪২.৫ মিটার দৌড়েছেন। ১০০ মিটার দৌড়তে সময় নিয়েছেন মাত্র ৯.৫৫ সেকেন্ড! যেখানে স্প্রিন্টার উজেইন বোল্টের (usain bolt) সর্বোচ্চ বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড।কর্নাটকে কাম্বালা উৎসবে আদতে মহিষের সঙ্গে দৌড় বলে পরিচিত।
"প্রেমে পড়েছিলাম, বিয়ে হয়েই যাচ্ছিল, " জীবনের আর কী অজানা তথ্য ফাঁস করলেন রতন টাটা?
দক্ষিণ-পশ্চিম কর্নাটকে প্রতিবছর উদযাপিত হয় এই কাম্বালা উৎসব। উদুপি, দক্ষিণ কন্নড় এবং তুলুভার বিত্তবানরা এই উৎসব আয়োজন করে থাকেন। সেই উৎসবের মূল আকর্ষণ মহিষের সঙ্গে দৌড়। যেখানে প্রতিযোগীদের জোড়া মহিষের সঙ্গে দৌড়তে হয়। তবে সেই দৌড়ে এবার সবাইকে ছাপিয়ে গিয়েছেন শ্রীনিবাস। একজন নেটিজেন লেখেন, "সত্যি, তবে দেখে মনে হচ্ছে কিছু একটার প্রভাবে ও এত জোরে দৌড়তে পারছেন।"
Watch: বাদামের খোলায় লুকিয়ে ৪৫ লাখ টাকা পাচারের চেষ্টা! ধৃত রাজধানীতে
একজন আবার শ্রীনিবাসের শারীরিক গঠন দেখে বেশ অনুপ্রাণিত। হ্যাশট্যাগ কর্নাটক ব্যানারে এক নেটিজেন লেখেন, "যদি সময় ঠিক হয়; তাহলে এটা বড় পাওনা।" অতি উৎসাহী এক নেটিজেন আবার লিখেছেন, অবিলম্বে এই যুবকের দিকে নজর দিক ভারত সরকার। কোনওভাবে সাই বা ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ওর যোগাযোগ করিয়ে দেওয়া যায় কি?
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more
trending news