ট্রাফিকের নতুন নিয়ম প্রকাশ করার জন্য সান্ধুকে অজস্র ধন্যবাদ জানিয়েছে সাধারণ লোকেরা
নিউ দিল্লি: এক পুলিশ সদস্যের শেয়ার করা ভিডিওটি বেশ ভাইরাল হয়ে উঠছে, যেখানে তিনি জনসাধারণের স্বার্থের কথা মাথায় রেখে ট্রাফিক পুলিশ বিশাল চালান থেকে কিভাবে অল্প টাকার মধ্যে রেহাই পাবেন তার টিপস দিয়েছেন। দীর্ঘ ১৫ মিনিটের এই ভিডিওটি ফেসবুকে প্রচারিত হওয়ার পর বেশ জনপ্রিয় হয়ে যায়। প্রসঙ্গত, গাড়ি চালানোর সময় যদি লাইসেন্স না থাকে তবে তার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা হবে। আগে এর জন্য আমাদের ৫০০ টাকা দিতে হতো। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে সাধারণ মানুষদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। অনেকে এর বিরোধিতাও করছেন। তবে এক পুলিশ সদস্য জানিয়েছেন যে কীভাবে পাঁচ হাজার টাকার চালান ১০০ তাকে দফারফা করে ফেলবেন।
পুলিশ কর্মী সুনীল সন্ধু প্রথমে ট্রাফিক জরিমানা সম্পর্কে আপনাদের বিস্তারিত ভাবে অবগত করেছেন। তিনি বলেছিলেন- 'লাইসেন্স বা রেজিস্ট্রেশন না থাকলে পাঁচ হাজার টাকা। দূষণের শংসাপত্র না থাকলে ১০ হাজার এবং বীমার সঠিক কাগজপত্র দেখতে অসমর্থ হলে ২০০০ টাকা চালান কাটা হবে। একইভাবে, তিনি একের পর এক চালানের সম্পূর্ণ তালিকা শোনান।
একটি উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন, "আপনি যদি বাড়িতে প্রয়োজনীয় কাগজ পত্র গুলি ভুলে গিয়ে থাকেন আর চালান কাটা হয়ে যায়, তাহলে জরিমানার অর্থ বেশি হলেও ১০০ টাকার মধ্যেই দফারফা করে ফেলতে পারবেন।''
সান্ধু বলেছিলেন যে লঙ্ঘনকারীদের ট্রাফিক পুলিশের চালান জমা করার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তারা এই ১৫ দিনের মধ্যে কর্তৃপক্ষকে নথি প্রদর্শন করতে পারে। এই ক্ষেত্রে, আপনাকে পুরো জরিমানা দিতে হবে না। আপনাকে কেবল ১০০ টাকা দিতে হবে।গাড়ি চালানোর সময় আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, দূষণ শংসাপত্র এবং বীমা না থাকলে নতুন নিয়ম অনুসারে আপনার চালান হবে ২২০০০ টাকা। আপনি যদি ১৫ দিনের মধ্যে এই নথিগুলি কর্তৃপক্ষের কাছে দেখান তবে আপনাকে প্রতিটা ক্ষেত্রের জন্য ১০০ টাকা করে দিতে হবে। অর্থাৎ, চারটি বিষয়ে চালান কাটার জন্য জরিমানা স্বরূপ আপনাকে ৪০০ টাকা দিতে হবে।
তিনি আরও জানিয়েছেন এই প্রক্রিয়াটি কিছুটা জটিল এবং সময়সাপেক্ষ ঠিকই তবে ড্রাইভার এর সাহায্যে নিজের অর্থ সাশ্রয় করতে পারে। তবে বিনা হেলমেট বা মদ্যপান করে গাড়ি চালানোর ক্ষেতের কোনো ভাবেই জরিমানা কম করা সম্ভব না।
এই ভিডিওটি গত সপ্তাহে ফেসবুকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখনও পর্যন্ত ৯.৭ মিলিয়ন বার দেখা হয়েছে এবং মন্তব্যও এসেছে প্রচুর, লোকেরা সুনীল সান্ধুর অনেক প্রশংসা করছেন।ট্রাফিকের নতুন নিয়ম প্রকাশ করার জন্য সান্ধুকে অজস্র ধন্যবাদ জানিয়েছে সাধারণ লোকেরা। ভিডিওটি বহুবার শেয়ার করা হয়েছে।