এক ঘণ্টার প্রবল চেষ্টার পর সাপটিকে উদ্ধার করা হয়। (প্রতীকী)
বাড়ির পিছনে লুকিয়ে ছিল অতিকায় পাইথন (Python)। খিদের চোটে আস্ত বিড়ালকে (Python Swallows Cat) গিলে ফেলেছিল সে। কিন্তু হজম করতে পারেনি। শেষ পর্যন্ত উগরে দিতে হল বিড়ালটিকে। শেষমেশ এক বনকর্মী স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পাকড়াও করে সাপটিকে। এই ঘটনা ঘটেছে গুজরাতের বরোদায়। মঙ্গলবার ভেজালপুর গ্রামের একটি বাড়ির পিছনে হাজির হয় সাপটি। সেই সময়ই সে বিড়ালটিকে ধরে গিলে ফেলতে চেয়েছিল। কিন্তু অকৃতকার্য পাইথনটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বনকর্মী বিজয় পার্মার একথা জানিয়েছেন।
স্থানীয় জনতার নজরে প্রথম আসে পাইথনটি। তারাই বন দফতরকে খবর দেয়। এরপর বিজয় পার্মার ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী দ্রুত ছুটে যান এলাকায়।
Watch Video: বেড়া ডিঙিয়ে সিংহের মুখোমুখি তরুণী! তারপর কী হল?
বিজয় পার্মার জানিয়েছেন, ‘‘পাইথনটি গাছের আড়ালে লুকিয়েছিল। সে বিড়ালটিতে গিলে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটি আকারে বড় হওয়ায় পরে উগরেও দেয়।''
এক ঘণ্টার প্রবল চেষ্টার পর সাপটিকে উদ্ধার করা হয়। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more
trending news