নিউজিল্যান্ডের মসজিদে আততায়ীর আক্রমণে বাকিদের সঙ্গে প্রাণ গিয়েছে ৫ ভারতীয়র
হাইলাইটস
- হামলার 9 মিনিট আগে নাশকতার ইঙ্গিত পেয়েছিলেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জানান কোথায় হামলা হবে তা উল্লেখ করা ছিল না মেইলে
- মসজিদে আততায়ীর আক্রমণে বাকিদের সঙ্গে প্রাণ গিয়েছে ৫ ভারতীয়র
হামলার (New Zealand Shooting) 9 মিনিট আগে নাশকতার ইঙ্গিত পেয়েছিলেন বলে জানালেন নিউজিল্যান্ডের (New Zealand ) প্রধানমন্ত্রী জাকিন্দা আরদান। তিনি বলেন তার কাছে একটি ইমেল আসে। সেই ইমেলটি তার সঙ্গে আরও ৩০ জনকে পাঠানো হয়েছিল।
প্রধানমন্ত্রী জানান কোথায় হামলা হবে তা উল্লেখ না করা থাকলেও নাশকতার কথা ওই ইমেইলে ছিল। তিনি বলেন, ইমেলে মতাদর্শের প্রসঙ্গটি বেশি করে ব্যাখা কর৫য়া হয়েছিল। হামলার পর তিনি বলেছিলেন শুক্রবার (হামলার দিন) নিউজিল্যান্ডের ইতিহাসে এক কালো দিন' হিসেবে চিহ্নিত থাকবে।
আরও পড়ুনঃ দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ
এদিকে নিউজিল্যান্ডের মসজিদে আততায়ীর আক্রমণে বাকিদের সঙ্গে প্রাণ গিয়েছে ৫ ভারতীয়র। ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে মৃত ৫০ জনের মধ্যে আছেন এদেশের ৫ নাগরিক। এদিকে নিউজিল্যান্ড প্রশাসন জানিয়েছে শুক্রবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে আর তাছাড়া একজনই এই কাণ্ড ঘটিয়েছিল বলে পুলিশের অনুমান। বাইরে থেকে যারা এসেছেন তাঁরাই হামলার লক্ষ্য ছিল বলে পুলিশের অনুমান। একটি টুইটে ভারতীয় হাইকমিশন মৃতদের নাম জানিয়ে শোক জ্ঞাপন করেছে।