தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 14, 2018

ছত্তিসগড়ে মাটি খুঁড়ে 900 বছরের পুরনো স্বর্ণমুদ্রা উদ্ধার হল

প্রাথমিক তদন্তের পর জানা গেছে মুদ্রাগুলো আনুমানিক দ্বাদশ এবং ত্রয়োদশ শতকের।

Advertisement
অল ইন্ডিয়া

ছত্তিশগড় রাজ্য প্রত্নতাত্বিক দপ্তর মুদ্রাগুলোর পরবর্তী পরীক্ষানিরীক্ষা করবে বলে জানানো হয়েছে। (প্রতীকি)

Highlights

  • 57টা স্বর্ণমুদ্রা, একটা রূপোর মুদ্রা ও একজোড়া সোনার কানের দুল পাওয়া যায়
  • প্রাথমিক তদন্তের পর মুদ্রাগুলো দ্বাদশ ও ত্রয়োদশ শতকের অনুমান করা হচ্ছে
  • মুদ্রাগুলো সম্ভবত মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের যাদবদের রাজত্বের সময়কালের
রায়পুর:

ছত্তিশগড়ের কোন্ডাগাও জেলায় রাস্তা তৈরির জন্য মাটি খোঁড়ার পর মাটির নিচ থেকে দ্বাদশ শতকের স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে বলে সূত্র থেকে জানা গেল।  

গত 10ই জুলাই করকটি থেকে বেদমা গ্রামের মধ্যে রাস্তা তৈরির উদ্দেশ্যে খনন কার্যের সময় মাটির নিচ থেকে একটা পাত্রে 57টা স্বর্ণমুদ্রা, একটা রূপোর মুদ্রা এবং এক জোড়া সোনার কানের দুল উদ্ধার করা হয়েছে বলে জেলা শাসক নীলকান্ত টেকাম জানিয়েছেন।

করকটি গ্রামের পঞ্চায়েত প্রধান নেহেরুলাল বাঘেল আজ সেই পাত্র সমেত উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র তাঁকে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন জেলা শাসক।

একজন মহিলা শ্রমিক প্রথমে লক্ষ্য করেন মাটির কয়েক ফুট নিচে পাত্রটা চাপা দেওয়া রয়েছে। তারপর তিনি অন্যান্যদের খবর দিলে গ্রামবাসীরা এসে পাত্রটা উপরে তুলে আনে, পিটিআই-কে জানিয়েছেন টেকাম।

Advertisement

প্রাথমিক তদন্তের পর জানা গেছে মুদ্রাগুলো আনুমানিক দ্বাদশ এবং ত্রয়োদশ শতকের।

টেকাম আরও জানিয়েছেন, মুদ্রাগুলোর সঙ্গে একটা স্ক্রিপ্ট বা নথি পাওয়া গেছে যা থেকে বোঝা যাচ্ছে সেগুলো বর্তমান মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের যাদবদের রাজত্বের সময়কালের।

Advertisement

বর্তমানে ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের সাতটা জেলা হল দণ্ডকারণ্যে বর্ণিত যাদব সাম্রাজ্য।

ছত্তিশগড় রাজ্য প্রত্নতাত্বিক দপ্তর মুদ্রাগুলোর পরবর্তী পরীক্ষানিরীক্ষা করবে বলে জানানো হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement