This Article is From Oct 31, 2019

মোহরকুঞ্জে শুরু হচ্ছে নবম বাংলাদেশ বইমেলা

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এই মেলার আয়োজক। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

১ নভেম্বর থেকে মোহর কুঞ্জে শুরু হচ্ছে নবম বাংলাদেশ বইমেলা।

আরশিনগরের পড়শি বাংলাদেশ (Bangladesh)। এখানকার বহু সাহিত্যিক ওপার বাংলাতে যেমন জনপ্রিয়, তেমনই ওপার বাংলার বহু লেখকের লেখারও ভক্ত রয়েছেন এপারে। আর সেকথা মাথায় রেখেই গত কয়েক বছর ধরে কেবল বাংলাদেশের বই নিয়েই কলকাতায় বলছে আস্ত একটা মেলা। আগামী শুক্রবার থেকে মোহর কুঞ্জে শুরু হচ্ছে নবম বাংলাদেশ বইমেলা (9th Bangladesh Book Fair)। এবারের বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমে‌ন। এবার ৮৩টি স্টল থাকছে। বহু প্রকাশক যোগ দিচ্ছেন মলায়।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এই মেলার আয়োজক। মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশের ‘অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন'-এর সভাপতি ফরিদ আহমেদ জানাচ্ছেন, ‘‘গত আট বছর ধরে এই শহরে আয়োজিক হচ্ছে মেলাটি। খুব ভাল সাড়া পাওয়া গিয়েছে। এবার আমরা আরও বেশি সাড়া প্রত্যাশা করছি।''

Advertisement

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনএর এক বর্ষীয়ান আধিকারিক জানাচ্ছেন, এই ধরনের মেলা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।

প্রসঙ্গত, ২০১১ সালে এই মেলা শুরু হয়েছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement