This Article is From Mar 16, 2019

জমি নিয়ে অশান্তির জের, অপহরণ করে মাথা কাটা হল ১৩ বছরের নাবালিকার

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার পরিবারের সঙ্গে জমি নিয়ে অশান্তি চলছিল এক ব্যক্তির। অভিযোগের তির তার দিকেই।

জমি নিয়ে অশান্তির জের, অপহরণ করে মাথা কাটা হল ১৩ বছরের নাবালিকার

দু'দিন আগেই তাকে অপহরণ করা হয়েছিল স্কুল থেকে বাড়ি ফেরার সময়। (ছবি প্রতীকী)

সাতনা, মধ্যপ্রদেশ:

এক ১৩ বছরের নাবালিকাকে প্রথমে অপহরণ করে নিয়ে গিয়ে তারপর মাথা কেটে ফেলা হল তার। এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার পরিবারের সঙ্গে জমি নিয়ে অশান্তি চলছিল এক ব্যক্তির। অভিযোগের তির তার দিকেই। শুক্রবার ওই নাবালিকার দেহ এবং মাথা আলাদা আলাদাভাবে পাওয়া গেল একটি মাঠে। জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম সিংহ। তদন্তের সময় পুলিশকে ওই নাবালিকার কাকা জানিয়েছেন, এক প্রতিবেশির সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের অশান্তি চলছিল জমি নিয়ে। সেই বিবাদের জেরেই ওই নাবালিকাকে এমন মর্মান্তিকভাবে প্রাণ দিতে হল বলে মনে করছে তার বাড়ির লোক। দু'দিন আগেই তাকে অপহরণ করা হয়েছিল স্কুল থেকে বাড়ি ফেরার সময়।

 পুলিশ জানিয়েছে, অত্যন্ত গুরুতর ও মর্মান্তিক এই ঘটনাটির তদন্ত শুরু করেছি আমরা। অভিযুক্তের খোঁজে অনুসন্ধান চলছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.