This Article is From Oct 28, 2018

চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বর্ধমানে ছিন্নভিন্ন হল এক নাবালক

এত সতর্কবাণী, অজস্র দুর্ঘটনা এবং তার হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে আসার পরও ভবি যেন ভোলবারই নয়। চিত্রটা যেমন ছিল, রয়েছে ঠিক তেমনই। অর্থাৎ, সতর্কতার নামমাত্রও নেই।

চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বর্ধমানে ছিন্নভিন্ন হল এক নাবালক
বর্ধমান:

এত সতর্কবাণী, অজস্র দুর্ঘটনা এবং তার হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে আসার পরও ভবি যেন ভোলবারই নয়। চিত্রটা যেমন ছিল, রয়েছে ঠিক তেমনই। অর্থাৎ, সতর্কতার নামমাত্রও নেই। কেবল রয়েছে মাত্রাছাড়া দায়িত্বজ্ঞানহীনতা এবং তার পরিণামে আরেকটি মৃত্যু। আরেকটি অল্পবয়সী ও জলজ্যান্ত প্রাণের অকালে চলে যাওয়া। লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মারা গেল 15 বছর বয়সী এক নাবালক। ঘটনাটি গত শুক্রবার পূর্ব বর্ধমানে ঘটেছে বলে জানায় পুলিশ। ওই নাবালকের নাম বিশ্বজিৎ তুরি। বর্ধমান লাইনের নোয়াদার ঢাল স্টেশনের সামনের লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে তাকে ধাক্কা মারে প্রবল গতিতে ধেয়ে আসা লোকাল ট্রেন।

 

তার দেহ উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু, তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার দেহ পরীক্ষা করে তাকে 'মৃত' বলে ঘোষণা করেন।

.