Read in English
This Article is From Jan 31, 2019

ঘুমন্ত বাবা-মা'কে প্রথমে হাতুড়ির বাড়ি মেরে তারপর কুপিয়ে পালাল ছেলে

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার পর সে ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছে। বাবা'মা'কে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। তদন্ত চলছে।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

বাবা-মা'কে হত্যার চেষ্টার অভিযোগে তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

মুম্বাই:

প্রথমে হাতুড়ি দিয়ে, পরে ধারালো কোনও বস্তু দিয়ে বুধবার মহারাষ্ট্রের পালঘর জেলাতে নিজের বাবা-মা'কে কোপানোর অভিযোগ উঠল এক ২০ বছর বয়সী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম জম্নেশ পাওয়ার। ঘটনার পরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই দম্পতিকে মুম্বাইয়ের কে ই এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেয়ার কেনাবেচার ব্যবসা করা ওই ২০ বছরের যুবক আর্থিক সমস্যা নিয়ে ঝামেলার জেরে তার অভিভাবকদের আক্রমণ করে। পুলিশ জানায়, জম্নেশ পাওয়ার মধ্যরাতে তার বাবা-মা'র ঘরে ঢুকে আচমকা হানা দেয়। তার বাবা ঘুমিয়ে ছিল তখন। ঘুমন্ত বাবাকে অতর্কিতে আক্রমণ করে সে। তার মা তাকে থামানোর চেষ্টা করলে তাঁকেও কুপিয়ে দেয় সে।

প্রতিকৃতিতে গুলি করে মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকী পালন করল হিন্দু মহাসভা!

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার পর সে ঘটনাস্থল ছেড়ে চলে যাচ্ছে। বাবা'মা'কে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। তদন্ত চলছে।

Advertisement
Advertisement