হারপালের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
হাইলাইটস
- দীপাবলির মর্মার্থ বোঝার আগেই শিশুর জীবনে নেমে এল অন্ধকার
- মুখে বোমা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক বালকের বিরুদ্ধে
- হরপালের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
লখনউ: শিশুটির বয়স মাত্র তিন। দীপাবলি বা আলোর উৎসবের মর্মার্থ কী তা বোঝার আগেই তার জীবনে নেমে এল অন্ধকার। তার মুখে বোমা রেখে তা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। তবে চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি।
উত্তরপ্রদেশের মিরাটের মিলাক গ্রামে মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। শিশুর বাবা শশী কুমার জানিয়েছেন বাড়ির বাইরে হরপাল নামে একটি ছেলের সঙ্গে খেলছিল সে। আচমকাই শিশুর মুখের মধ্যে বোমা ঢুকিয়ে দেয় হরপাল।
কেউ বাধা দেওয়ার আগেই বোমা ফাটিয়েও দেয় সে। গুরুতর জখম হয় শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ এবং তার আশপাশে 50টি সেলাই করতে হয়েছে বলে খবর।
অন্যদিকে,হারপালের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন। সে কোথায় লুকিয়ে থাকতে পারে তা জানতে চাইছে পুলিশ। ইতিমধ্যে কয়েকটি জায়গায় তল্লাশিও চলেছে। কিন্তু এখনও অধরা হারপাল।