This Article is From Dec 22, 2018

কলকাতা থেকে বিমানে চড়ে মাঝ আকাশেই অসুস্থ হয়ে মারা গেলেন এক যাত্রী

বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা তাঁর আপৎকালীন চিকিৎসা শুরু করেন এবং ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যান।

Advertisement
অল ইন্ডিয়া
কলকাতা:

কলকাতা থেকে বেঙ্গালুরুতে যাচ্ছিলেন বিমানে করে। মাঝ আকাশেই আচমকা থাবা বসাল মৃত্যু। শেষমেশ শনিবার ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই যাত্রী। মালদহের বাসিন্দা তিনি। নাম, রাজকুমার কর্মকার। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর। তিনি বেঙ্গালুরুতে যাচ্ছিলেন চিকিৎসার জন্য। সকাল ১০ঃ১০ মিনিটে বিমানটি নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছাড়ার ৪৫ মিনিট বাদে তিনি জানান, তাঁর শরীরে সমস্যা হচ্ছে। তার ফলে বিমানটি যাত্রাপথ কিছুটা বদল করে ভুবনেশ্বরের বিজু পটনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সকাল ১১ঃ১৫ মিনিট নাগাদ। 

দিল্লি হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সজ্জন কুমার

বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা তাঁর আপৎকালীন চিকিৎসা শুরু করেন এবং ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে 'মৃত' বলে ঘোষণা করেন।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement