This Article is From Apr 08, 2019

সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা গেল ৮ বছরের বালক

ওই বালকের বাবা তাকে সুইমিং পুলে সাঁতার শেখার জন্য দিয়ে এসেছিলেন প্রতি রবিবারের মতোই। ঘন্টা দেড়েক বাদে তিনি ছেলেকে নিতে এসে আর খুঁজে পাচ্ছিলেন না তাকে।

সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা গেল ৮ বছরের বালক

সুইমিং পুলে ডুবে মর্মান্তিক মৃত্যু এক বালকের। (ছবি প্রতীকী)

পালঘর, মহারাষ্ট্র:

সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা গেল এক ৮ বছরের বালক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইতে। ওই সুইমিং পুলের ম্যানেজার এবং প্রশিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। রবিবার সুইমিং পুলে সলিলসমাধি হয় ওই বালকের। পুলিশ জানায়, ওই বালকের বাবা তাকে সুইমিং পুলে সাঁতার শেখার জন্য দিয়ে এসেছিলেন প্রতি রবিবারের মতোই। ঘন্টা দেড়েক বাদে তিনি ছেলেকে নিতে এসে আর খুঁজে পাচ্ছিলেন না তাকে। তারপর জানতে পারেন যে, তাঁর সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারেন, তার খানিকক্ষণ আগেই তাঁর সন্তানকে ‘মৃত' বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা।

তারপরই পুলিশে একটি অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটি রুজু হয়েছে।

যদিও, এখনও পর্যন্ত সুইমিং পুলের ম্যানেজার ও প্রশিক্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.