This Article is From Jan 16, 2019

মারা গেল ওড়িশার ১৪ বছরের মায়ের শিশুসন্তান

গত শনিবার রাত্রিবেলা ওই অষ্টম শ্রেণীর ছাত্রীটি ওড়িশার আদিবাসী ও গ্রামোন্নয়ন মন্ত্রকের চালানো স্কুলের ছাত্রীটির প্রসবের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ছিছিক্কার পড়ে যায়।

Advertisement
অল ইন্ডিয়া

শনিবার রাতে স্কুল হোস্টেলে সন্তানটি প্রসব করে ওই নাবালিকা।

ফুলবনি, ভুবনেশ্বর:

ওড়িশার কান্ধামলে যে ১৪ বছরের কিশোরীটি কয়েকদিন আগে প্রসব করেছিল, সেই শিশুটির আজ মৃত্যু হয়েছে। গত শনিবার রাত্রিবেলা ওই অষ্টম শ্রেণীর ছাত্রীটি ওড়িশার আদিবাসী ও গ্রামোন্নয়ন মন্ত্রকের চালানো স্কুলের ছাত্রীটির প্রসবের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ছিছিক্কার পড়ে যায়। সোমবারই ওই স্কুলটির প্রধানশিক্ষিকা রাধারানি দালেইকে বরখাস্ত করে ওড়িশা সরকার। এছাড়া, বরখাস্ত করা হয় তাঁর তিনজন সহকারীকেও, যাদের কোনও না কোনওভাবে যোগ ছিল ওই ঘটনার সঙ্গে। স্কুলের ছ'জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

ওই নাবালিকা এবং তার সন্তানকে প্রথমে ভর্তি করা হয়েছিল বালিগুড়া মহকুমা হাসপাতালে। শনিবার রাতে তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় বেরহামপুরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে। সেখানেই আজ মারা যায় শিশুটি। 

ওই নাবালিকা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। 

Advertisement

এ যদি আমার দেশ না হয়, তবে কার দেশ বলো!

Advertisement