This Article is From Feb 23, 2019

সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ-বিরোধী পোস্ট দিয়ে হুমকির মুখে পড়লেন এক ইঞ্জিনিয়ার

পুলিশ জানায়, দীপায়ন ধর নামের ওই ব্যক্তি চাকরি সূত্রে পশ্চিম মেদিনীপুরে পোস্টেড। তিনি পেশায় ইঞ্জিনিয়ার।

সোশ্যাল মিডিয়ায়  যুদ্ধ-বিরোধী পোস্ট দিয়ে হুমকির মুখে পড়লেন এক ইঞ্জিনিয়ার

ওই ইঞ্জিনিয়ারের নিরাপত্তা সুনিশ্চিত করেছে পুলিশ। (ছবি প্রতীকি)

কলকাতা:

পুলওয়ামায় জঙ্গি হানার পর চারিদিক থেকেই উঠে আসছে যুদ্ধ-যুদ্ধ রব। কেউ তাতে সমর্থন জুগিয়েছে, কেউ বা করেছে বিরোধিতা। তবে, অন্তত অঙ্কের দিক দিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ-বিরোধীদের সংখ্যা বেশ কম, তাও জানাচ্ছে ওয়াকিবহালমহল। তেমনই এক যুদ্ধ-বিরোধী মানুষ সোশ্যাল মিডিয়ায় শান্তির বাণী পোস্ট করে তুমুল সমালোচনা ও হুমকির মুখে পড়লেন। পুলিশ জানায়, “দীপায়ন ধর নামের ওই ব্যক্তি চাকরি সূত্রে পশ্চিম মেদিনীপুরে পোস্টেড। তিনি পেশায় ইঞ্জিনিয়ার। বুধবার আমতলা এলাকায় তাঁকে বেশ কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে ওই পোস্টের জন্য হুমকি দেয়”। পুলিশ জানিয়েছে, তিনি লিখেছিলেন, কোনওভাবেই যুদ্ধের প্রতি সমর্থন জানানো উচিত নয়।

"অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি", ভারত-পাক 'সম্পর্ক' নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প

এক পুলিশ কর্তা জানান, “ওই ব্যক্তির সঙ্গে জেলার পদস্থ কর্তারা দেখা করে তাঁর নিরাপত্তার ব্যাপারে পূর্ণ আশ্বাস দেন। যারা যারা তাঁকে হিম কি দিয়েছিল, তাদের খোঁজে অনুসন্ধান চলছে। যদিও, এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.