কাকদ্বীপে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ।
কলকাতা: এক মাসও কাটেনি। এর মধ্যেই ফের ফিরে এলো মাঝেরহাট এবং ফাঁসিদেওয়ার ব্রিজ ভাঙার স্মৃতি। সোমবার দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপের একটি নির্মীয়মাণ সেতু ভেঙে গিয়ে ফের একবার উসকে দিল সেই দগদগে স্মৃতি। দক্ষিণ চব্বিশ পরগণার জেলাশাসক রত্নাকর রাও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই। “সোমবার সকালে ঘটনাটি ঘটার খবর পেয়েছি আমরা। আপাতত, বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায়”, বলেন জেলাশাসক। একটি তদন্তকারী দল ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতির পর্যালোচনা করার জন্য তড়িঘড়ি রওনা দিয়েছে কাকদ্বীপের উদ্দেশে। প্রসঙ্গত, চলতি মাসের চার তারিখেই ভেঙে পড়েছিল দক্ষিণ কলকাতার মাঝেরহাট ব্রিজ। ওই ঘটনায় নিহত হন তিনজন। আহতের সংখ্যা চব্বিশ।
চলতি মাসের সাত তারিখে ভেঙে পড়ে শিলিগুড়ির সামনে ফাঁসিদেওয়ার ওই ব্রিজটি। যদিও, ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি।
গত সপ্তাহে দক্ষিণ কলকাতার করুণাময়ী ব্রিজ বসে যাওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।