This Article is From Apr 27, 2020

করোনা তহবিলে এক মাসের পেনশন দান দৃষ্টিহীন মুসলিম তরুণীর

তাঁর এই কীর্তির একটা ভিডিও প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement
অল ইন্ডিয়া Written by (with inputs from PTI)

তিনি আরও বলেছেন, আমাদের সকলের এই সঙ্কটের সময়ে এগিয়ে আসা উচিত। যার যেমন সামর্থ্য, তেমন দান করা উচিত। (প্রতীকী)

লখনউ :

এক মসের পেনশন মুখমন্ত্রীর বিপর্যয় তহবিলে দান করলেন এক তরুণী । জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সাবিনা সইফি বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী। সেই খাতে মাসপিছু ৫ হাজার টাকা পেনশন পান তিনি। সেই টাকাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিপর্যয় মোকাবিলা তহবিলে (CM Disaster Mangement Fund) দান করলেন সাবিনা। রাজ্যের একটা সূত্র সোমবার এই দাবি করেছে। তাঁর এই কীর্তির একটা ভিডিও প্রকাশ্যে এনেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সেই ভিডিওতে দেখা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোয়াদতগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজারের হাতে সেই চেক তুলে দিচ্ছেন সাবিনা। পাশাপাশি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতেও দেখা গিয়েছে ওই তরুণীকে।সেই ভিডিওতে ব্যাঙ্কের সেই শাখার ম্যানেজার বীরেন্দ্র কুমার বলেছেন, "আজ ২৭ এপ্রিল, ২০২০-তে বিশেষ চাহিদাসম্পন্ন সাবিনা সইফি নিজের পেনশনের ৫ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। অত্যন্ত গরিব পরিবারের এই মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।" 

এক টাকাও অপচয় নয়, জানিয়ে চিনা কিটের অর্ডার বাতিল করল কেন্দ্র

সেই ভিডিওতে সাবিনা বলেছেন, "প্রত্যেক ভারতবাসী আর রাজ্যবাসীর প্রতি আমার নমস্কার। আজ আমার সৌভাগ্য হয়েছে নাগরিক  কর্তব্য পালনের। সবার উচিত নাগরিক কর্তব্য পালন করা। কারণ দেশের প্রতি আমাদের সকলের কিছু কর্তব্য থাকে।" সেই ভিডিওতে সাবিনা স্টেট ব্যাঙ্ক ম্যানেজার বীরেন্দ্র কুমারের প্রশংসা করেছেন। তিনি বলেন, "আমি দৃষ্টিহীন। তাই আমার বেরতে অসুবিধা হয়। সেই কারণে উনি ব্যাঙ্ককে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা দেশের থেকে শুধু নেব, এই মানসিকতা ছাড়তে হবে। কিছু দিতেও হবে।" 

করোনা নেগেটিভ পরিযায়ী শ্রমিকরা কি বাড়ি ফিরবেন? কেন্দ্রের উত্তর চাইল শীর্ষ আদালত

তিনি আরও বলেছেন, "আমাদের সকলের এই সঙ্কটের সময়ে এগিয়ে আসা উচিত। যার যেমন সামর্থ্য, তেমন দান  করা উচিত। আমি জানি ৫০০ টাকা বা ৫ হাজার টাকায় কিছুই হবে না। কিন্তু ইচ্ছাটাই আসল। তাই দান  করুন, দেখবেন ভালো লাগবে।" পাশাপাশি মুসলিম সম্প্রদায়কে এগিয়ে এসে নাগরিক কর্তব্য পালনের আবেদন করেন তিনি। এদিকে, শুধু সাবিনা নয়, এই মহৎ উদ্দেশে এগিয়ে এসেছেন আকাশ নামে তাঁর এক সহযোগী। তিনিও নিজের সামর্থ্য মতো ৫০০ টাকা ওই ব্যাঙ্ককর্তার হাতে তুলে  দিয়েছেন। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement