পুলিশ জানায়, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। (ছবি প্রতীকী)
নিউ দিল্লি: বৃহস্পতিবার দিল্লির রোহিনী থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হল। পুলিশ জানায়, রোহিনী অঞ্চলের একটি খালে একটি বড় ব্যাগের ভিতর ওই মহিলার দেহটি রীতিমত হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল। দেহটি ঠিক কতদিন ধরে ওই ব্যাগের ভিতর এবং ব্যাগটি কতদিন ধরে খালের পাশে পড়েছিল, তা এখনও জানা যায়নি। পুলিশের অনুমান, ময়নাতদন্ত করার পরেই তা জানতে পারা যাবে। বৃহস্পতিবার ওই ব্যাগটিকে খালের পাঁকের মধ্যে পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁদের মধ্যে একজন পথচারীর সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ।
ব্যাগটি খুলে দেখা যায়, একটি গোলাপি রঙের শাড়ি পরে এক মহিলার দেহ হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যাগটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে।
রোহিনীর ডেপুটি কমিশনার অব পুলিশ এস ডি মিশ্র বলেন, “মহিলার শরীরে যে যে আঘাতের চিহ্ন রয়েছে, তা ভালো করে পরীক্ষা করে দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যদিও, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণটি স্পষ্টভাবে জানা যাবে”।
একটি খুনের মামলা রুজু করা হয়েছে। শুরু হয়েছে অনুসন্ধানও। ওই মহিলার পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানা গেলে অপরাধীকে ধরতে সুবিধা হবে বলে অনুমান পুলিশের।
পুলিশের ধারণা, ওই মহিলার বয়স ২২ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)