This Article is From Feb 09, 2019

মাটি ছোঁয়ার আগেই ফের আকাশে বিমান, একটুর জন্য বাঁচল দুর্ঘটনার থেকে

অঘটনকে পাশ কাটিয়ে যেভাবে মাটিতে চাকা না একবারও ছুঁতে দিয়ে বিমানটি নিয়ে উড়ে গেলেন পাইলট তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রশংসার বান ডেকেছে টুইটারেও। এর মধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ।

মাটি ছোঁয়ার আগেই ফের আকাশে বিমান, একটুর জন্য বাঁচল দুর্ঘটনার থেকে

এই ভিডিও ক্লিপটি টুইটারে দেখেছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ।

হাইলাইটস

  • মাটি ছোঁয়ার আগেই ফের শূন্যে উড়ে গেল বিমান
  • হিথরো বিমানবন্দরে প্রবল হাওয়ার জন্য এই ঘটনা বলে মনে করা হচ্ছে
  • টুইটারে প্রায় ত্রিশ লক্ষ মানুষ দেখেছেন ভিডিওটি
নিউ দিল্লি:

 হায়দরাবাদ থেকে লন্ডনে আসছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি। হিথরোতে নামতে যাচ্ছিল যে সময় বিমান, তখনই আচমকা এক অভাবনীয় এক ঘটনা ঘটে গেল! অবতরণের জন্য মাটি ছুঁতে না ছুঁতেই ফের উড়ে গেল আকাশে বিমানটি। কেন এমন ঘটল? নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের! তা মনে হওয়া স্বাভাবিক। ঘটনাটি হল, ওই সময় ভয়াবহ হাওয়া দিচ্ছিল হিথরো বিমানবন্দরে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানটি হাওয়ায় টাল খেতে খেতে অবতরণের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মাটি ছোঁয়ার সময়ই এতটাই টাল খেয়ে যায় বিমানটি যে ওই সময় চরমতঙ অঘটনটিও ঘটে যাওয়া কিছুই আশ্চর্যের ছিল না!

সেই অঘটনকে পাশ কাটিয়ে যেভাবে মাটিতে চাকা না একবারও ছুঁতে দিয়ে বিমানটি নিয়ে উড়ে গেলেন পাইলট তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। প্রশংসার বান ডেকেছে টুইটারেও। এর মধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষ।

.