ওই জওয়ান দেবাশিস রায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয় বিএসএফের পক্ষ থেকে
কলকাতা: মুর্শিদাবাদ জেলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে পদ্মা নদীতে সলিল সমাধি হল বিএসএফের এক কনস্টেবলের। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অমান্য করে তারা চলতেই থাকে গরুগুলি নিয়ে। তাদের হাতে লাঠিসোটা সহ আরও বেশ কিছু ধারালো অস্ত্র ছিল। ওই সময়ই আচমকা বিএসএফের টহলদার দলটির এক কনস্টেবল দেবাশিস রায় পাচারকারীদের দলটিকে ধরার জন্য তাদের দিকে দৌড়ে যান। বিএসএফের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করে বলা হয়, "তিনি পাচারকারী দলটির দিকে দৌড়ে যান। তাদের ধরার জন্য। তারপর তাদের ধরার জন্য ঝাঁপ দেন পদ্মা নদীতে। কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁর দেহটি নদীর পাঁকে আটকে যায়। সেই পাঁকসহ তাঁর দেহটি তলিয়ে যায় জলের তলায়। দায়িত্বপালন করতে গিয়ে তাঁর এই ত্যাগ আমরা কোনওদিন ভুলব না"।
বাস-লরির মুখোমুখি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে, উল্টে গেল বাস, আহত ৫৫
ওই অপারেশন চলাকালীন মোট ১১ জন ভারতীয় ও একজন বাংলাদেশিকে পাকড়াও করে বিএসএফ। ধরা হয় ৭৪'টি গবাদি পশুকেও। পাচারকারী ও গবাদি পশুগুলিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।