ওই অভিযুক্তের চেন্নাইগামী বিমান ধরার কথা ছিল। (ছবি প্রতীকী)
কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার বুলেট ও পিস্তল সহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। চেন্নাই যাচ্ছিলেন তিনি। জানালেন এক সিআইএসএফ কর্তা। বি কে মুন্ডা নামের ওই অভিযুক্ত আদতে ঝাড়খন্ডের বাসিন্দা। দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে রুটিন নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছিল তার। সেই সময়ই সেন্ট্রাল ইন্ডাস্টরিয়াল সিকিউরিটি ফোর্স বা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীরা তার হাতব্যাগ থেকে ওই বন্দুক ও পিস্তলের খোঁজ পান। তারপর সেগুলি তাঁরা উদ্ধার করেন। “একটি পয়েন্ট থ্রি টু বোরের পিস্তল এবং সাতটি গুলি ছিল ওই ব্যক্তির সঙ্গে। যেগুলি উদ্ধার করেছেন আমাদের বাহিনীর কর্মীরা। ওই পিস্তল ও বুলেট নিজের কাছা রাখার জন্য যে দরকারি নথিপত্র থাকা প্রয়োজন, তা তার কাছে ছিল না। তাই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে”, জানান ওই কর্তা।
রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের টিম যাবে অসম-ত্রিপুরা-মণিপুরেও
ওই অভিযুক্তের চেন্নাইগামী বিমান ধরার কথা ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনের উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় বিমান নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী, কোনওরকম অস্ত্র নিয়ে বিমানে যাতায়াত করতে পারবেন না যাত্রীরা।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)