This Article is From Dec 15, 2018

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ১০ বছর জেল

শিয়ালদহ আদালতের অতিরিক্ত দায়রা জজ জিমূতবাহন বিশ্বাস অভিযুক্ত নুর আলমকে দোষী সাব্যস্ত করেন ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অপরাধে।

নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ১০ বছর জেল

নাবালিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার জন্য শাস্তি হয় পাঁচ বছরের

কলকাতা:

এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অপরাধে শুক্রবার শহরের এক আদালত ১০ বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি দিল এক ব্যক্তিকে। শিয়ালদহ আদালতের অতিরিক্ত দায়রা জজ জিমূতবাহন বিশ্বাস অভিযুক্ত নুর আলমকে দোষী সাব্যস্ত করেন ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অপরাধে। পকসো আইন অনুযায়ী দশ বছরের সশ্রম কারাদণ্ড হয় আলমের। এছাড়া, নাবালিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার জন্য শাস্তি হয় পাঁচ বছরের। এই দুই শাস্তিই একসঙ্গে কার্যকর হবে বলে জানায় আদালত।  এই শাস্তির সঙ্গে তার জরিমানা হয় ৫০,০০০ টাকার। অনাদায়ে আরও ছ'মাস জেলহাজতে কাটাতে হবে বলে জানায় আদালত।  

 

২০১৭ সালের ১৮ মেয়ে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। সে বাড়ি ফিরে না আসায় তার পরিবার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করে। নুর আলমকে গ্রেফতার করে আদালতের কাছে পেশ করা হয় ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর। সে প্রথম থেকেই দাবি করে গিয়েছিল যে, তার সঙ্গে ওই নাবালিকার প্রণয়ের সম্পর্ক রয়েছে।

.