Read in English
This Article is From Apr 02, 2019

মদ খেয়ে গাড়ি চালিয়ে সাতটি গাড়িতে ধাক্কা মারলেন মুম্বইয়ের এই অভিনেত্রী

পুলিশ জানিয়েছে, ভারতীয় সংবিধানের যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

Advertisement
অল ইন্ডিয়া

চারটি দু'চাকা এবং তিনটি চারচাকার গাড়ি প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়। (ছবি প্রতীকী)

মুম্বই:

২০০২ সালের এক সেপ্টেম্বরের রাতে বলিউড অভিনেতা সলমন খানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক ফুটপাথবাসীকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে দেশের আইন এই সতেরো বছরে কঠোর হয়েছে আরও। তবু, ভবি যেন ভোলবার নয়। বছরখানেক আগে কলকাতার এক অভিনেতার বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল। এবার এক টিভি অভিনেত্রী রুহি শৈলেশকুমার সিং মুম্বইয়ের সান্তাক্রুজে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত সাতটি গাড়িকে ধাক্কা দিয়ে গাড়িগুলির বিপুল ক্ষতি করেন। পুলিশ জানায়, এই ঘটনাটি ঘটে সোমবার রাতে। ৩০ বছরের ওই অভিনেত্রী এতটাই মদ্যপ ছিলেন যে, গাড়ির নিয়ন্ত্রণই করতে পারছিলেন না। যার ফলে চারটি দু'চাকা এবং তিনটি চারচাকার গাড়ি প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়। 

বাদ নেই কচিকাঁচারাও! জনসন অ্যান্ড জনসনের শ্যাম্পুতে মিলল ক্যান্সারের উপাদান

যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে, রুহি শৈলেশকুমার সিং তাঁর গাড়ির পাশে জমা হয়ে যাওয়া মানুষদের সঙ্গে প্রবল তর্ক করছেন। শুধু তাই নয়, তাঁকে হেনস্তা করেছে পুলিশ, এমন অভিযোগও তোলেন তিনি। 

Advertisement

পুলিশ জানিয়েছে, ভারতীয় সংবিধানের যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement