This Article is From Mar 29, 2019

আগুনে পুড়ে মারা গেল দুই নাবালিকা সহ চন্দননগরের ৪ জনের পরিবার

হুগলি জেলার চন্দননগরের ওই পরিবারটির সকল সদস্য কেন আগুনে পুড়ে এইভাবে মারা গেল, তা এখনও বুঝতে পারছেন তদন্তকারী অফিসাররা।

Advertisement
Kolkata

আগুন লাগার কারণ জানা যায়নি। (ছবি প্রতীকী)

চন্দননগর:

দুই নাবালিকা সহ চারজনের একটি পরিবার। সকলকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হল। আগুনে পুড়ে প্রাণ গেল সকলেরই। হুগলি জেলার চন্দননগরের ওই পরিবারটির সকল সদস্য কেন আগুনে পুড়ে এইভাবে মারা গেল, তা এখনও বুঝতে পারছেন তদন্তকারী অফিসাররা। আগুন লাগার কারণও জানা যায়নি। পুলিশ জানায়, সুরত আলি (৪২), তার স্ত্রী রাজিনা বিবি (৩৬) এবং তাদের দুই সন্তান আরফিন ইয়াসমিন (১৩) এবং আশিয়ানা খাতুন (৬)-কে তাদের চন্দননগরের বাড়ির ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মানসিক সমস্যায় ভুগছিল সুরত আলি। তার চিকিৎসাও চলছিল। বাড়িতে বাইরে থেকে কারও আসারও প্রমাণ মেলেনি।

শর্ট স্কার্ট পরা যাবে না, পুরুষদের সঙ্গে বসা নিষিদ্ধ- ফতোয়া জারি এই মেডিক্যাল কলেজে

এক পুলিশকর্তা জানান, “তদন্ত চলছে। যতক্ষণ না আগুন লাগার কারণ সহ অন্যান্য আরও প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে”।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement