Read in English
This Article is From Nov 24, 2018

রাফাল চুক্তি নিয়ে সব তথ্য দিতে হবে জানিয়ে অভিযোগ দায়ের করল ফরাসি সংস্থা

তাদের দাবি, ঠিক কোন শর্তে ভারতের সঙ্গে রাফালের ৩৬'টি যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল তা তাদের জানাতে হবে

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

'অর্থনৈতিক অপরাধ' সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা একটি ফরাসি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের দেশের ফিনান্সিয়াল প্রসিকিউটরের অফিসে একটি অভিযোগ দায়ের করল। তাদের দাবি, ঠিক কোন শর্তে ভারতের সঙ্গে রাফালের ৩৬'টি যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল তা তাদের জানাতে হবে। শুধু তাই নয়, কেন দাসো অ্যাভিয়েশনের সঙ্গে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সকে যুক্ত করা হয়েছিল, তার সম্বন্ধেও পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে তারা। ওই স্বেচ্ছাসেবী সংস্থাটির নাম হল 'শেরপা'।  

একজন প্রাক্তন মন্ত্রী এবং দুর্নীতি-দমন শাখার আইনজীবীও অভিযোগ দায়ের করেছেন সিবিআইয়ের কাছে এই স্বেচ্ছাসেবী সংস্থার পথ অনুসরণ করেই। তাঁদের অভিযোগের তীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। 'নিজের পদকে কলঙ্কিত করার জন্য' এবং রাফাল কেনাবেচা নিয়ে 'বহু অযৌক্তিক সুবিধা' নেওয়ার জন্য।

 

Advertisement

 

Advertisement