ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যায় দমকল বাহিনী।
কলকাতা: বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের আতঙ্কের রেশ এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি শহরবাসীর স্মৃতি থেকে। তার মধ্যেই ফের আগুন লাগল কলকাতায়। এবারের দুর্ঘটনাস্থল আনন্দপুরের একটি প্লাস্টিকের গুদাম।
‘আরতী বিভ্রাট' রাহুলের মধ্যপ্রদেশের রোড শো-তে আগুন
শুক্রবার রাত ৯:৩০ মিনিট নাগাদ আনন্দপুরের চৌবাগা অঞ্চলের ওই গুদামটিতে আগুন লেগে যাওয়ার কথা জানায় পুলিশ। ঘটনাস্থলে প্রায় সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় দমকলের ৪'টি ইঞ্জিন।
আজ সকালে ভয়াবহ আগুনের কোপে পড়ল দমদমের ঝুপড়ি
যদিও, এখনও পর্যন্ত জানা যায়নি, ঠিক কী কারণে আগুনটা লাগল। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেও জানিয়েছেন এক পদস্থ পুলিশকর্তা।
পার্ক স্ট্রিটের বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন
"এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা যত দ্রুত সম্ভব আগুনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি। যাতে ওটি আর না ছড়িয়ে পড়তে পারে", বলেন পুলিশের ওই পদস্থ কর্তা।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)