এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
মুম্বাই: প্রজাতন্ত্র দিবসের পরদিন ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হল মুম্বাইয়ের শহরতলি ভাসাই। একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লেগে যায় প্রথমে। তারপর কোনও ব্যবস্থা নেওয়ার আগেই তড়িৎগতিতে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও ১৫'টি গাড়িতে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ভাসাইয়ের কাছে মালাজি পাড়া অঞ্চলে ঘটে এই অগ্নিকাণ্ড। তবে, আশার কথা একটাই, ওই সময় গাড়িগুলির মধ্যৈ কেউ না খায় হতাহতের কোনও খবর নেই। ঠিক সময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাওয়ায় আগুনও আপাতত নিয়ন্ত্রণে।
আরও পড়ুনঃ AIIMS-এর শিলান্যাস করতে আসছেন তিনি, তার আগেই তামিলনাড়ু গর্জে উঠল- 'গো ব্যাক মোদী'
বাণিজ্যনগরীতে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। সাম্প্রতিককালেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে আরবসাগরের তীরবর্তী শহরটি। তবে, এইবারের ঘটনার বিশেষত্ব হল, একের পর এক গাড়ি জ্বলে যাওয়া। কেন লাগল এই আগুন, কখনই বা লাগল, পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
(এই ঘটনা সম্বন্ধে আরও তথ্য জানার জন্য চোখ রাখুন এখানে)