This Article is From Feb 20, 2019

আলিপুরের স্কুলের হাইড্রোথেরাপি পুলে ডুবে মারা গেল ৫ বছরের অটিস্টিক শিশু

ওই শিশুটির অটিজম ছিল। জলে নামার পরেই সে ডুবে যায়। তৎক্ষণাৎ-ই মৃত্যু হয় তার।

আলিপুরের স্কুলের হাইড্রোথেরাপি পুলে ডুবে মারা গেল ৫ বছরের অটিস্টিক শিশু

আশা স্কুলের এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

কলকাতা:

কলকাতার ইস্টার্ন কম্যান্ডস আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিচালিত স্পেশাল চিলড্রেনদের জন্য একটি স্কুলের হাইড্রোথেরাপি পুলে পাঁচ বছরের একটি শিশু ডুবে গিয়ে মারা গেল বলে জানিয়েছে ওই স্কুল কর্তৃপক্ষ। ওই শিশুটির অটিজম ছিল। জলে নামার পরেই সে ডুবে যায়। তৎক্ষণাৎ-ই মৃত্যু হয় তার। এই ঘটনাটিকে 'অত্যন্ত দুঃখজনক' বলে জানিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, "কীভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটল, তা আমরা খতিয়ে দেখছি। খুব তাড়াতাড়িই এর একটি সমাধান হবে বলেও আশা করছি সবাই"। আলিপুরের কম্যান্ড হাসপাতাল চত্বরের এই স্কুলটির নাম- আশা স্কুল।

উন্মত্ত ভিড়ের হাতে মার খাওয়া কাশ্মীরের যুবক থাকতে চান এ রাজ্যেই

প্রতিরক্ষা বিভাগের কর্মীদের মধ্যে যাঁদের সন্তানরা বিশেষ প্রতিবন্ধী, তাদের শিক্ষাদানের উদ্দ্যেশেই এই স্কুলটি ১৯৯২ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা করা হয়। 

.