This Article is From Mar 25, 2019

হৃদয়ের অসুখে আক্রান্ত হয়ে প্রয়াত দাউদের প্রাক্তন 'ডানহাত'

দাউদের অত্যন্ত বিশ্বস্ত এই সহকারি প্রিয় ছিল আরেক দাউদ ঘনিষ্ঠ মাফিয়া ডন ছোটা শাকিলেরও। 

হৃদয়ের অসুখে আক্রান্ত হয়ে প্রয়াত দাউদের প্রাক্তন 'ডানহাত'

দক্ষিণ মুম্বাইয়ের বোহরি মহল্লায় নিজের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে থাকত সে। (ছবি প্রতীকী)

মুম্বই:

পলাতক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের প্রাক্তন ঘনিষ্ঠ সহকারি দক্ষিণ মুম্বাইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সোমবার যশলোক হাসপাতালের তরফ থেকে এই কথা জানানো হয়। শাকিল আহমেদ শেখ বা লম্বু শাকিল নামে কুখ্যত এই মাফিয়া ডন ভুগছিল হৃদপিণ্ডের অসুখে। রবিবার গভীর রাতে ওই অসুখেই মৃত্যু হয় তার। হাসপাতাল থেকে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয় তার মৃত্যুর পর। সেই বিজ্ঞপ্তিতেই বিস্তারিত বিবরণ রয়েছে অসুখটির। নব্বই দশকে দাউদ গ্যাং-এর হয়ে স্মাগলিং এবং হাওয়ালার কাজ করত শাকিল। দাউদের অত্যন্ত বিশ্বস্ত এই সহকারি প্রিয় ছিল আরেক দাউদ ঘনিষ্ঠ মাফিয়া ডন ছোটা শাকিলেরও।  সোনা পাচার করায় অত্যন্ত দক্ষ ছিল সে। এছাড়া, অস্ত্র পাচারকারী হিসেবে নব্বই দশকে মুম্বই পুলিশের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছিল লম্বু শাকিল।

'ভুল করেও'' কংগ্রেস জিতলে পাকিস্তানে দীপাবলি পালিত হবে: গুজরাটের মুখ্যমন্ত্রী

মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক কর্তা জানান, "দেশ ছেড়ে ২০০৩ সালে দুবাই থেকে ফিরে আসার আগে পর্যন্ত সেখান থেকেই হাওয়ালা চক্রটি চালাত শাকিল আহমেদ শেখ"।

দক্ষিণ মুম্বইয়ের বোহরি মহল্লায় নিজের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে থাকত সে।

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.