১৯৮৪ সালে বিয়ে করেন অনিল কাপুর ও সুনীতা কাপুর।
হাইলাইটস
- অনিল কাপুর তাঁর প্রাক বিবাহবার্ষিকীতে টিজার পোস্ট করেন
- ৩৬তম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী-স্ত্রী পরস্পরকে শুভেচ্ছা জানান
- শেষ বার রুপোলি পর্দায় অনিল কাপুরকে দেখা গিয়েছিল এক থ্রিলার ‘মালাং’-এ
নয়াদিল্লি: চার হাত এক হওয়ার কেটে গিয়েছে দীর্ঘ ৩৬ বছর। বলিউড তারকা অনিল কাপুর ও তাঁর স্ত্রী সুনীতা কাপুর ৩৬তম বিবাহবার্ষিকীতে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার তাঁর ও অনিল কাপুরের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে ক্যাপশনটিও চমৎকার দিয়েছেন অনিল-জায়া। তিনি জানান অনিল কাপুর তাঁর কাছে ‘‘সুখের স্থান''। তিনি লিখেছেন, ‘‘আমার স্বামী আমার সুখের স্থান। শুভ ৩৬তম বিবাহবার্ষিকী। সময়কে ছাপিয়ে তোমায় ভালবাসি।'' এদিকে অনিল কাপুরও তাঁর বিবাহবার্ষিকীর প্রাক সময়ে একটি টিজার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিওয় অনিলকে বলতে শোনা যায়, ‘‘এক দীর্ঘ প্রেমকাহিনির জন্ম হয়েছিল ১৭ মে রাতে। আমি একটা গুরুত্বপূর্ণ ছবিতে সই করেছিলাম। যা আমার কেরিয়ারের এক বড় পদক্ষেপ ছিল। পরের দিন ১৮ মে আমি আরও বড় পদক্ষেপ করি। আমি আমার প্রেমিকা সুনীতাকে প্রপোজ করি। তাঁকে আমার স্ত্রী হওয়ার প্রস্তাব রাখি। হে ভগবান, আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কেবলই পিছিয়ে দিচ্ছিলাম... এরপর একসময় এল যখন আমাকে হয় কেরিয়ার নয় প্রেম, একটাকে বেছে নিতে হত। আমি ভালবাসাকে বেছে নিই ও ১৮ মে প্রপোজ করি।''
দেখে নিন সুনীতার পোস্ট:
অনিল কাপুর এখনও বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাননি। দেখে নিন তাঁর প্রাক-বিবাহ বার্ষিকীর শুভেচ্ছাযবার্তাটি:
১৯৮৪ সালে বিয়ে করেন অনিল কাপুর ও সুনীতা কাপুর। ‘মেরি জং'-এর সেটে তাঁদের প্রথম আলাপ। তাঁদের তিন সন্তান অভেন্ত্রী সোনম কাপুর, চলচ্চিত্র নির্মাতা রেহা ও হর্ষবর্ধন কাপুর।
শেষ বার রুপোলি পর্দায় অনিল কাপুরকে দেখা গিয়েছিল এক থ্রিলার ‘মালাং'-এ। সেখানে তাঁর সহ অভিনেতা-অভিনেত্রী ছিলেন আদিত্য রয় কাপুর, দিশা পাটানি ও কুণাল কেমু। এরপর তাঁকে দেখা যাবে ‘মুম্বই সাগা' ছবিতে।