এদিন সাতজনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন।
কলকাতা: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে সোমবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করলেন বিশিষ্টরা (Intellectuals)। সংগঠনের সভাপতি রাধারমণ চত্রবর্তী ও সাধারণ সম্পাদক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে সাতজনের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বৈঠকে তাঁরা মুর্শিদাবাদের তিন খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি জানান। পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা করার জন্য কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আটক করার প্রসঙ্গেও তাঁরা অভিযোগ জানান। অগ্নিমিত্রা জানান, ‘‘আমরা রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছি মুর্শিদাবাদের তিন খুন মামলার তদন্ত ঠিকমতো হয়নি। আমরা রাজ্যপালকে জানিয়েছি, এই জঘন্য অপরাধের পক্ষপাতিত্বহীন ও স্বাধীন তদন্ত প্রয়োজন।''
নয়া বেতনের দাবি নিয়ে জুটার সঙ্গে বৈঠকের আহ্বান রাজ্যপালের
পাশাপাশি তিনি বলেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ‘বেআইনি' গ্রেফতারি সম্পর্কেও তাঁরা অবহিত করেন রাজ্যপালকে। তিনি আরও বলেন, ‘‘রাজ্যপাল আমাদের দাবির বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন।'' রাজ ভবনের তরফেও যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতেও এই কথা জানানো হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ওঁরা বাংলাকে নষ্ট করতে চেষ্টা করছেন। আমি অবাক হয়ে যাচ্ছি কী করে রাজ্যপাল এমন বিচারাধীন বিষয়ে মন্তব্য করলেন।''
ফিনান্সিয়াল টাইমস মাস্টার্স ইন ম্যানেজমেন্ট র্যাঙ্কিংয়ে ১৭ তম স্থানে আইআইএম কলকাতা
গত ৮ অক্টোবর রাতে মুর্শিদাবাদে এক দম্পতি ও তাঁদের আট বছরের ছেলেকে খুন করা হয়। ওই নৃশংস হত্যার ঘটনায় শিউরে ওঠে গোটা রাজ্য। আরএসএস দাবি করেছিল মৃত ব্যক্তি তাদের সমর্থক ছিলেন। রাজ্য পুলিশ জানিয়ে দেয়, তারা প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। একটি বিমার রসিদ দিতে না চাওয়াতেই ওই ব্যক্তিকে হত্যা করেছে অভিযুক্ত।
আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে ক্লিক করুন:
রাজ্যপালের সঙ্গে সম্প্রতি বহু বিষয়েই মতানৈক্য হয়েছে রাজ্যের শাসক দলের। বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সম্মুখীন হলে তাঁকে উদ্ধার করতে গিয়ে সমালোচিত হন রাজ্যপাল। আবার দুর্গাপুজোর কার্নিভালে তাঁকে কোনার দিকের আসন দেওয়া হয় বলে অভিযোগ জানান রাজ্যপাল।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)