This Article is From Feb 06, 2019

রুবির কাছে বহুতলে আগুন, দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

কলকাতার বহুতুলে আগুন লাগার ঘটনা ঘটে মাঝে মধ্যেই, প্রাণহানিও হয়।

রুবির কাছে বহুতলে আগুন, দমকলের  চারটি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

রুবির কাছে একটি বহুতলের দুই ও তিন তলা থেকে আজ সকালের দিকে ধোঁয়া বেরতে  দেখা  যায়

হাইলাইটস

  • ঘটনাস্থলে এসে দমকলের চারটি ইঞ্জিন পরিস্থিতি সামাল দেয়
  • মোটর বাইকের শোরুম থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান দমকলের
  • ধোঁয়ার কারণে দেবব্রত চক্রবর্তী নামে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন
কলকাতা:

ফের আগুনে পুড়ল বহুতল। রুবির কাছে একটি বহুতলের দুই ও তিন তলা থেকে আজ সকালের দিকে ধোঁয়া বেরতে  দেখা  যায়। ধোঁয়া বেরতে  দেখে  দমকলে খবর দেন স্থানীয়রা।  ঘটনাস্থলে এসে দমকলের চারটি ইঞ্জিন  পরিস্থিতি সামাল দেয়।  ভেতরে একটি মোটর বাইকের শোরুম আছে  সেখান থেকেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়েছে বলে  দমকলের অনুমান। তাছাড়া দমকল সূত্রে খবর, ধোঁয়ার কারণে দেবব্রত চক্রবর্তী নামে এক দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা  হচ্ছে।

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরে, উল্টে গেল বাস, আহত ৫৫

কলকাতার বহুতুলে আগুন লাগার ঘটনা ঘটে মাঝে মধ্যেই। প্রাণহানিও হয়। তাছাড়া দোকান- বাজারে আগুন লাগার  ঘটনাও ঘটে মাঝে মধ্যেই। মাত্র কয়েকদিন আগেই ভয়াবহ আগুনে পুড়েছে গড়িয়াহাটের একটি বহুতল। সেখানেও    

কয়েকদিন আগে ভয়াবহ আগুনের সাক্ষী থাকে রাতের কলকাতা। বাড়িটির বেশির ভাগ অংশই পুড়ে যায়। এই বাড়ির নীচেই ছিল কলকাতার একটি  বিখ্যাত কাপড়ের দোকান। সেটিও পুড়ে যায়। উপরের আবাসনের বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হয়। বড় অঙ্কের ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক ভাবে  দমকলের অনুমান কাপড়ের দোকানেই প্রথজ আগুন লাগে। পরে  তা উপর দিকে  উঠতে থাকে। ধীরে ধীরে দমকলের মোট ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।

 

                                      

                                

.