এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
হাইলাইটস
- মুম্বইয়ের এক বহুতলে আগুন
- দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে
- এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি
মুম্বই: ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire) মুম্বইয়ের (Mumbai) পশ্চিম বান্দ্রা অঞ্চলে। সেখানকার একটি বহুতলে আগুন লেগে যাওয়ায় বাড়ির ছাদে আতঙ্কিত প্রায় একশো জন জড়ো নিয়েছেন। ওই বাড়িতেই রয়েছে রাজ্য সরকারের টেলিকম সংস্থা এমটিএনএল। দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। ন'তলা বহুতলটির চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লেগেছে। এসভি রোডের উপরে অবস্থিত বাড়িটি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। NDTV-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুন লাগার ঠিক আগে পোড়া তারের গন্ধ পাওয়া যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দমকল কর্মীরা বাড়ির ভিতরে ঢুকে আটক মানুষদের উদ্ধার করছেন। অনেককেই ছ'তলা থেকে উদ্ধার করা হয়েছে। ছাদে আটকে রয়েছেন বহু মানুষ।
উদ্ধারকার্য চলছে। অগ্নি আধিকারিকরা ক্রেনের সাহায্যে বহুতলটির উপরের তলায় আটক ব্যক্তিদের উদ্ধার করে আনছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে।
সোমবার দুপুর তিনটে নাগাদ আগুন লাগে। ওই বহুতলের খুব কাছেই অবস্থিত দমকল কেন্দ্র। সংবাদ সংস্থা পিটিআই একথা জানিয়েছে।
কাজের দিন হওয়ায় বহু মানুষ, বিশেষ করে এমটিএনএল-এর কর্মীরা বহুতলের ভিতরে ছিলেন।
দমকলের ইঞ্জিন ছাড়াও ওই এলাকায় নিয়ে আসা হয়েছে অ্যাম্বুল্যান্স এবং রোবট ভ্যানও।
এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।