This Article is From Apr 12, 2019

পাথর ছুঁড়ে ছুঁড়ে ভয়াবহ আক্রমণ এক সাংবাদিকের ওপর, গুরুতর জখম

কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ করে নিখুঁতভাবে বড় বড় পাথর ছুঁড়ে মারছিল বলে জানিয়েছে সাতারার পুলিশ।

পাথর ছুঁড়ে ছুঁড়ে ভয়াবহ আক্রমণ এক সাংবাদিকের ওপর, গুরুতর জখম

পুলিশ জানিয়েছে, গুরুতর আঘাত লাগে ওই সাংবাদিকের মাথায়। (ছবি প্রতীকী)

মুম্বাই:

ফের সাংবাদিকের ওপর আক্রমণ! এবার মহারাষ্ট্রের সাতারায়। স্থানীয় একটি সংবাদপত্রে কাজ করা ওই সাংবাদিককে বৃহস্পতিবার রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করে বলে জানায় পুলিশ। ওই সাংবাদিক মুরাদ পটেল ওই সময় মুম্বাই থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত তাঁর খান্ডালার বাড়িতে ফিরছিলেন। খান্ডালা সাতারা জেলাতেই অবস্থিত। সাতারার সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ তেজস্বী সতপুতে সংবাদসংস্থা পিটিআই-এর মুখোমুখি হয়ে জানান, মুরাদ পটেলকে পাথর ছুড়ে আঘাত করা হয়। গুরুতর চোট লাগে তাঁর মাথায়। কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ করে নিখুঁতভাবে বড় বড় পাথর ছুঁড়ে মারছিল বলে জানিয়েছে সাতারার পুলিশ।

রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন বিজেপি সাংসদ

ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা অনুযায়ী। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। কী উদ্দেশ্যে এই পাথর ছুড়ে ছুড়ে আক্রমণ, তাও খতিয়ে দেখবে পুলিশ।

এই মুহূর্তে মুরাদ পটেল ভর্তি রয়েছে একটি স্থানীয় হাসপাতালে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.