This Article is From Apr 24, 2019

নিজের পাওনা টাকা দাবি করায় শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারল মালিক

বোধা মাহাতোর ছেলে রবীন্দ্র মাহাতো আরও তিনজনের সাহায্যে তাঁকে একটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধে। তারপর তাঁর গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেয়।

নিজের পাওনা টাকা দাবি করায় শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারল মালিক

ঝোপ থেকে উদ্ধার করা হয় তাঁর আধপোড়া দেহটি। (ছবি প্রতীকী)

রাঁচি:

দেশটির নাম ভারতবর্ষ। এমন এমন ঘটনা এখানে রোজই ঘটে যায় আমাদের চোখের সামনে কখনও, কখনও বা সকলের অজান্তে, যা জানলে প্রাথমিকবাবে শিউড়ে উঠি। তারপর এক সময় সব শিউড়ে ওঠাই অভ্যাসে পরিণত হয়। তখন আপনা থেকেই নিষ্পৃহ হয়ে গিয়ে পরের গন্তব্যে যাওয়ার জন্য নিজের বাসটি ধরে নেয় সাধারণ মানুষ। তেমনই একটি ঘটনার খবর প্রকাশ্যে এল এবার। ঝাড়খণ্ডের হাজারিবাগে পাথর খাদানের শ্রমিক হিসাবে কাজ করা এক ব্যক্তিকে ওই খাদান মালিকের পুত্র পুড়িয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ উঠল বুধবার। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হাজারিবাগ জেলার ইছক থানার অধীনের রুদ গ্রামে। সকালবেলা ওই ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার করা হয় ঝোপের মধ্যে থেকে। ওই ব্যক্তির নাম পান্নু ওরফে পুনুলাল।

শ্রীলঙ্কার গির্জায় বিস্ফোরণের আগে বাচ্চার সঙ্গে কী করছিল জঙ্গি, দেখুন ভিডিও

অভিযোগ, কয়েকমাসের টাকা বাকি পড়ে যাওয়ায় ওই পাথর খাদানের মালিক বোধা মাহাতোর কাছ থেকে নিজের ন্যাযা পাওনাটির দাবি জানিয়েছিলেন পুনুলাল। তারপরই তাঁর পাওনা নিয়ে দুজনের মধ্যে প্রবল বচসা শুরু হয়।

মঙ্গলবার রাত্রিতে বোধা মাহাতোর পুত্র পুনুলালকে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ।

মারা যাওয়ার আগে পুলিশকে দেওয়া তাঁর বয়ানে পুনু জানায়, বোধা মাহাতোর ছেলে রবীন্দ্র মাহাতো আরও তিনজনের সাহায্যে তাঁকে একটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধে। তারপর তাঁর গায়ে কেরোসিন ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেয়।

ওই জ্বলন্ত অবস্থাতেই ঝোপের মধ্যে পুনুকে ফেলে পালায় তারা। পথচারীরা ওই অবস্থায় পুনুকে দেখতে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই মৃত্য হয় তাঁর।

পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ দায়ের হয়েছে। পিতা ও পুত্রকে খুঁজছে তারা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.