Read in English
This Article is From Aug 03, 2018

পরিবেশ দূষণ কমাতে কাগজের কলম তৈরির উদ্যোগ উত্তরপ্রদেশের আশ্রম নিবাসী মাহান্তের

মাহান্ত কৃষ্ণ বিহারী জানিয়েছেন, “প্লাস্টিক পরিবেশ দূষণ করে। তাই আমি এই উদ্যোগ নিয়েছি।"

Advertisement
অফবিট

মাহান্ত কৃষ্ণ বিহারী প্লাস্টিকের বদলে কাগজের কলম তৈরি করেন।

প্লাস্টিকের ব্যবহার কমাতে উত্তরপ্রদেশের ডালমাউ-এর খান্ডেশ্বরি আশ্রমের বাসিন্দা এক মাহান্ত কাগজের কলম তৈরি শুরু করেছেন। কলমগুলো পুরনো কাগজ দিয়ে তৈরি হয়।

এএনআই-কে মাহান্ত কৃষ্ণ বিহারী জানিয়েছেন, “প্লাস্টিক পরিবেশ দূষণ করে। তাই আমি এই উদ্যোগ নিয়েছি। মানুষ আমাকে সাহায্য করছে। আমরা বিনামূল্যে পেন সরবরাহ করি। তবে অনেকেই আমাদের টাকা দিতে চান এবং বলেন বড় করে এই কাজটা শুরু করতে ও আরও এগিয়ে নিয়ে যেতে।“

আশপাশের বহু মানুষই কৃষ্ণ বিহারীর এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়িয়েছেন ও পরিবেশকে ক্ষতির হাত থেকে রক্ষার চেষ্টা করছে। আশ্রমের পুরুষ ও মহিলারা প্রতিদিন কলম তৈরি করেন। তাঁদের কাজে উৎসাহ দেওয়ার জন্য পারিশ্রমিকও দেওয়া হয়।

একজন শ্রমিক জানান, “আমরা পুরনো খবরের কাগজ দিয়ে কলম তৈরি করি যা প্লাস্টিক ব্যবহারের চেয়ে ভাল এবং পরিবেশ দূষণও রোধ করে।“

“মহিলাদের কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয় যা তাঁদের কাজের জন্য উৎসাহ দেয়। আমরা এখনও পর্যন্ত 400টা কলম তৈরি করেছি”, জানান আরও একজন।

Advertisement

ইতিমধ্যে মাহান্ত জানান, “সরকারও চায় না প্লাস্টিক ব্যবহার হোক, তাই আমিও কাগজের বায়োডিগ্রেডেবেল কলম তৈরি করছি, যা পরিবেশ দূষণ রোধ করে। এর ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হচ্ছে।“



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement